মাধবপুরে নিখোঁজ ব্যক্তির হাত-পা বাধা লাশ উদ্ধার
-
আপলোড সময় :
১৮-০৭-২০২৩ ১২:৪০:৫৭ অপরাহ্ন
-
আপডেট সময় :
১৮-০৭-২০২৩ ১২:৪০:৫৭ অপরাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ১৮ জুলাই : উপজেলার রঘুনন্দন পাহাড়ে গরু চড়াতে গিয়ে নিখোঁজের চার দিন পর বাবুল মিয়া (৪৬) নামে একব্যক্তির হাত পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, স্থানীয় লোকজন রঘুনন্দন পার্বত্য এলাকা বরুড়া নামক স্থানে হাত পা ও মুখ বাধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বাবুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এর আগে, গত ১৫ জুলাই সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে বাবুল মিয়া পার্শ্ববর্তী রঘুনন্দন পাহাড়ের বরুড়া এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যায়। কিন্তু বেলা শেষে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া ফিরে আসেনি। পাহাড়ের বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে তার স্ত্রী মাহমুদা বেগম মাধবপুর থানায় একটি ডায়রি করেন। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি হত্যাকান্ড। মরদেহে পচন ধরায় আঘাতের চিহ্ন আছে কি না তা বুঝা যাচ্ছে না। পুলিশ পরিদর্শক (তদন্ত )আতিকুর রহমান বলেন, তদন্ত করে এর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে। স্ত্রী মাহমুদা বেগম বার বার মোর্চা যাচ্ছিলেন। তিনি স্বামী হত্যার বিচার চান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
কমেন্ট বক্স