মৌলভীবাজার, ২০ জুলাই (ঢাকা পোস্ট) : মৌলভীবাজার পৌর শহরে কুকুরের কামড়ে ২৮ জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন নারী ও এক শিশু রয়েছেন। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কুকুরের কামড়ে আহত রাজা মিয়া জানান, রাত দশটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে শমসেরনগর সড়কে হঠাৎ একটি পাগলা কুকুর দৌড়ে এসে পায়ে কামড় দেয়। মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, রাতে বেওয়ারিস কুকুরের কামড়ে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। আমরা পৌরসভা থেকে সচেতনতা কার্যক্রম পরিচালনা চালিয়ে যাচ্ছি। কুকুর নিধন নিষেধ থাকায় আমরা পৌরসভা থেকে কোনো কার্যক্রম চালাতে পারছি না।
মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক জানান, কুকুরের কামড়ে আহতদের ভ্যাকসিন কার্যক্রম চলমান আছে। কুকুর কামড় দিলে অন্তত তিনটি ভ্যাকসিন দিতে হয়। যথাক্রমে প্রথম, তৃতীয় ও সপ্তম দিনে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan