সেন্ট লুইস, (মিসৌরি) ২১ জুলাই : রাজ্যের সেন্ট লুইস শহরে দুর্বৃত্তের গুলিতে ইয়াজ উদ্দিন আহামেদ (২২) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছে। ১৭ জুলাই দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে শহরের হ্যাম্পটন এভিনিউয়ের ১১০০ ব্লকের বিপি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত রমিম উদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট এলাকার মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে।
ঘটনার সময় ওই গ্যাস স্টেশনে কাজ করছিলেন তিনি। এ সময় বাইরে দাঁড় করানো ইয়াজের গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে সন্দেহভাজনরা। এ সময় ইয়াজ বাইরে এসে তাদের বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ এসে ইয়াজকে হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, এই ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan