হ্যামট্রাম্যাক, ২৪ জুলাই : মিশিগানে ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল ২০২৩ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের বাংলা টাউনে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সাকের উদ্দিন সাকের, নাসির সবুজ, খালেদ হোসেন, রায়হান উদ্দিন, মুশারফ আহমদ, হেলাল মিয়া, লিয়াকত আলী, বিপ্লব হোসেন, সালেহ আহমদ বাদল, বকুল তালুকদার, আরিফ আরমান জিসান সহ আরো অনেকে।
প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ২৮ জুলাই শহরেরর জেইন ফিল্ডে মেলা উদ্বোধন করা হবে। ২৮, ২৯ ও ৩০ জুলাই দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলায় চলবে । এই ফেস্টিভ্যালে বাংলাদেশসহ নর্থ আমেরিকা একঝাঁক জনপ্রিয় কন্ঠশিল্পীরা অংশগ্রহণ করবেন। মঞ্চ মাতাবেন বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতের জনপ্রিয় তারকা নগর বাউল জেমস এবং রিজিয়া পারভিন। ৩ দিনের এই মেলাতে দেশি খাবার, পোশাক সহ নানা ধরনের ষ্টল থাকবে। এছাড়া মেলাতে আগতো দর্শনার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার থাকবে একটি গাড়ি। ২য় পুরস্কার ডেট্রয়েট টু ঢাকা এয়ার টিকেটসহ রয়েছে আকর্ষণীয় অনেক পুরস্কার। প্রেস কনফারেন্সে ১০০ হাজার ডলার বাজেটের এই ফেস্টিভ্যালের বিস্তারিততথ্য তুলে ধরেন আয়োজকরা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan