ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রীর অপসারণ জরুরী : নতুনধারা
-
আপলোড সময় :
২৫-০৭-২০২৩ ১১:৫৯:১৫ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
২৫-০৭-২০২৩ ১১:৫৯:১৫ পূর্বাহ্ন
ঢাকা, ২৫ জুলাই : ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ স্বাস্থ্য, বন ও পরিবেশ মন্ত্রীর অপসারণ জরুরী বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ ২৫ জুলাই প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ স্বাস্থ্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল আমলাকে অপসারণ করতে হবে। নির্মমভাবে বাংলাদেশের স্বাস্থ্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব দুর্নীতিতে শ্রেষ্ঠ হয়েছে। তাদের দুর্নীতির কারণে নিদারুণভাবে ডেঙ্গু ছড়িয়ে পরছে সারাদেশে। এই অথর্ব মন্ত্রীদের অপসারণ করে অনতিবিলম্বে যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে ডেঙ্গু সংকট সমাধানের উদ্যোগ প্রধানমন্ত্রীকেই নিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
কমেন্ট বক্স