আমেরিকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ আমরা মিশিগানের জন্য বিজয় নিয়ে বাড়ি আসব : ট্রাম্প  হুইটমারের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, তবে গাড়ি শুল্ক থেকে পিছু হটেননি ইউনিভার্সিটি অব মিশিগানের ২২ শিক্ষার্থীর ভিসা, আইনি বসবাসের মর্যাদা বাতিল র‍্যাপ শিল্পী সাদা বেবি গ্রেপ্তার আজ ট্রাম্পের সাথে সাক্ষাত করবেন গভর্নর হুইটমার  মিশিগানের অন্তত ৫টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্র ভিসা বাতিলের সাথে লড়াই করছে বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে বান্ধবীর কিশোরী মেয়েকে ধর্ষণ, ফ্লিন্টের এক ব্যক্তি যাবজ্জীবন কারাদন্ডের মুখোমুখি সাউথফিল্ডের প্লাম হলো মার্কেটে অগ্নিকাণ্ড ঢাকায় যাচ্ছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাটের ঘটনায় সারাদেশে গ্রেপ্তার ৪৯ ইউএম আন্তর্জাতিক ছাত্রের ভিসা 'বিনা নোটিশে' বাতিল ডেট্রয়েটে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার ডেট্রয়েট বিমানবন্দরে ডিয়ারবর্নের আইনজীবীকে আটকে জিজ্ঞাসাবাদ বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি শুল্ক ৩ মাস স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের ডেট্রয়েটের গলিতে পোড়া গাড়ি থেকে তিন লাশ উদ্ধার

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির মিডিয়া এওয়ার্ড প্রদান 

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৩ ০৯:৩৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৩ ০৯:৩৭:৪৫ পূর্বাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির মিডিয়া এওয়ার্ড প্রদান 
লন্ডন, ২৯ জুলাই :  তৃতীয় বাংলা খ্যাত গ্রেটব্রিটেনে ভাষা-সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের  মাধ্যমে সমাজ ও কমিউনিটির প্রতি  সামাজিক দায়বদ্বতা নিয়ে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি কাজ করছে  যা সত্যিই প্রশংসার দাবীদার।  লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম গতকাল শুক্রবার সন্ধ্যায় পূর্বলন্ডনের একটি রেষ্টুরেন্টে ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির এওয়ার্ড বিতরনী  ও মোড়ক উন্মোচন অনুষ্টানে  প্রধান অতিথির বক্তব্যে একথা  বলেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে গ্রেটব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্ক চমৎকার। দু‘দেশের সম্পর্ক  আরো গতিশীল হয়েছে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে।
এসম্পর্ককে ধরে রাখতে বাংলা মিডিয়ার সাংবাদিকরা সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রতি খুবই আন্তরিক। তিনি সাংবাদিক কল্যাণ ফান্ড এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাংবাদিকদের সহায়তা করে আসছেন। হাইকমিশনার আশ্বস্থ করে বলেন লন্ডনস্থ  বাংলাদেশ হাইকমিশন সাংবাদিক প্রশিক্ষসহ সামাজিক কর্মকান্ডে সাংবাদিকদের পাশে আছে থাকবে।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রবীণ সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজিদুর রহমান ও হ্যাপী শারমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন বারা অব নিউহাম কাউন্সিলের চেয়ার ( স্পিকার)  কাউন্সিলার রহিমা রহমান, লন্ডন বারা অব রেডব্রিজ কাউন্সিলের মেয়র জোছনা ইসলাম,
কেমডেন সিটি কাউন্সিলের মেয়র কাউন্সিলর নাজমা রহমান, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটে কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার, লন্ডনন্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ( প্রেস ) আশিকুন নবী চৌধুরী ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্টাতা প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান ।


 ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২/২০২৩ প্রাপ্ত গুণী সাংবাদিকরা হলেন  প্রয়াত শ্রী অজয় পাল , ডেইলী ষ্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ, সত্যবাণীর বার্তা সম্পাদক নিলুফা ইয়াসমীন হাসান, চ্যানেল এস টেলিভিশনের হেড অব নিউজ কামাল এইচ মেহেদী। একই অনুষ্ঠানে ইউকে বিআরইউ বেস্ট রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২১ পেয়েছেন এটিএন বাংলা ইউকে ম্যানচেষ্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েছ এবং ইউকে বিআরইউ বেস্ট রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২২ পেয়েছেন  জগন্নাথপুর টাইমস এর কন্ট্রিভিউটিং রিপোর্টার, ব্রিটবাংলা গার্ডিয়ানের ম্যানেজিং এডিটর মুহাম্মদ সালেহ আহমদ।
উক্ত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – প্রবীণ সাংবাদিক ও লন্ডনস্থ বাংলাদেশ মিশনের সাবেক প্রেস মিনিষ্টার বীরমুক্তিযোদ্বা আবু মুসা হাসান, এটিএন বাংলা ইউকের উপস্থাপিকা সাংবাদিক  উর্মি মাজহার, চ্যানেল এস এর  নিউজ পেজেন্টার, কমিউনিটি এক্টিভিস্ট ডা: জাকি রেজোয়ানা আনোয়ার,  প্রবীণ সাংবাদিক মুক্তকথা সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারুনুর রশীদ, লন্ডনে রেইনবো ফিল্ম ফ্যাস্টিব্যালের প্রবর্তক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা কামাল, শিক্ষাবিদ ড. রোয়াব উদ্দিন, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর শামস ইসলাম, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলার সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান জসিম, টাওয়ার হ্যামলেটন কাউন্সিরেলর কাউন্সিলার সাবেক ছাত্রনেতা ঈকবাল হোসেন,  টাওয়ার হ্যামলেটস কাউন্সিলার কাউন্সিলর রেবেকা সুলতানা, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সম্পাদক প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লন্ডন বাংলাপ্রেসক্লাবের সাবেক ট্রেজারার জনমতের এসিসটেন্ট এডিটর মুসলেহ উদ্দিন আহমেদ, বাংলা সংলাপের বিশেষ প্রতিনিধি বেতার বাংলার পেজেন্টার ডক্টর আনিসুর রহমান আনিছ, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, লন্ডন বাংলাপ্রেসক্লাবের  এসিসটেন্ট সেক্রেটারী সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি মেম্বার, দ্যা এডিটরের সম্পাদক আহাদ চৌধুরী বাবু,  টাওয়ার হ্যামওলটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেইন, প্রবীন কমিউনিটি এক্টিভিস্ট হোসনে আরা মতিন,  স্বদেশ বিদেশ ডটকমের সম্পাদক বাতিরুল হক সরদার, কলামিষ্ট রুমি হক, সাংবাদিক অলিউর রহমান অলি ও জামাল খান প্রমুখ।  

অনুষ্টানের শুরুতে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাহেদা আর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্য  ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদ, জগন্নাথপুর টাইমস এর কন্টিভিউটিং রিপোর্টার, এসিসটেন্ট ট্রেজারার আশরাফুল হুদা. মিজানুর রহমান মিরু।
প্রয়াত অজয় পালের পক্ষে এওয়ার্ড গ্রহণ করেন তার স্ত্রী দিপা পাল ও পুত্র দিপায়ন পাল, কামাল মেহদি, নীলুফা ইয়াসমিন হাসান ও আনসার আহমেদ উল্লাহ এওয়ার্ড গ্রহন করে তাদের অনুভুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি জার্নাল অব ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জুলাই /২০২৩ সংখ্যার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।  পরে নৈশ্যভোজে উপস্থিত সকলের অংশগ্রহণের মাধ্যমে সরব এই ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২/২০২৩ অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। এছাড়াও অনুষ্ঠানে লন্ডনের সাংবাদিক পরিবারের সদস্যদের পাশপাশি কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ