আমেরিকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সনাতনীদের উৎখাতের চেষ্টা হলে বাংলাদেশ ইরাক-লিবিয়া-সিরিয়ার মতো হবে যুক্তরাষ্ট্রে ১৬০,০০০ পাউন্ডেরও বেশি গ্রাউন্ড গরুর মাংস প্রত্যাহার ডেট্রয়েটের পুলিশের ৩০ কর্মকর্তাকে  দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ফ্লিন্ট কিশোরকে গুলি করে হত্যার তদন্ত শেষ করেছে রাজ্য পুলিশ ইস্ট ল্যান্সিংয়ে জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু  হ্যারিসের অনুষ্ঠান থেকে বের করে দেওয়ায় মুসলিম ডেমোক্র্যাটের মামলা নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন হবিগঞ্জে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার সেনাকুঞ্জে খালেদা জিয়া ৪ টি বাড়িতে হামলার পেছনে দক্ষিণ দক্ষিণ আমেরিকান গ্যাং প্রস্তাব পাস : ডেট্রয়েটে গাঁজা এবং ই-সিগারেটে বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে মিশিগান মুসলিম গ্রুপকে হুমকিতে দোষী সাব্যস্ত ফ্লোরিডার বাসিন্দা ডেট্রয়েটে শিশু ও গর্ভবর্তী মায়েদের জন্য বিনামূল্যে রাইডস টু কেয়ার প্রোগ্রাম একাত্তরের অপরাধ প্রমাণিত হলে ক্ষমা চাইব: জামায়াত আমির ওরিয়ন টাউনশিপে বিস্ফোরণে কন্ডো ভবন বিধ্বস্ত, নিখোঁজ ২ আজ রাতে মিশিগানে মৌসুমের প্রথম তুষারপাতের সম্ভাবনা প্রায় ২.৬ মিলিয়ন মিশিগানের বাসিন্দা থ্যাঙ্কসগিভিং ডেতে ভ্রমণ করবেন হাসিনা ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিলেন ড. ইউনূস সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, অধ্যাদেশ জারি

 গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের জমজমাট বনভোজন

  • আপলোড সময় : ০১-০৮-২০২৩ ০১:০০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৩ ০১:০০:০২ অপরাহ্ন
 গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের জমজমাট বনভোজন
ওয়ারেন, ০১ আগস্ট : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গত রোববার গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের বার্ষিক বনভোজন নগরীর বুচার পার্কে অনুষ্টিত হয়। সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় ও সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্ঠানমালার প্রথম ধাপে দুপুর ৩ ঘটিকার সময় বেলুন এবং প্লেকার্ড উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। এ সময় আমেরিকা এবং বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে উভয় দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক মোঃ আমিনুল হক,  আব্দুস সালাম (সাবেক চেয়ারম্যান),ম নাফ আহমেদ বাবুল, জালাল উদ্দিন, ফিটজজেরাল্ড বোর্ড অফ এডুকেশন ট্রাস্টি ডঃ খাজা শাহাব আহমেদ, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ভিসি আবু হানিফ, গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন ইন ইউকে এর সভাপতি গোলাম জিলানী, সংগঠনের সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল ও সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী প্রমুখ। 
দ্বিতীয় পর্যায়ে শিশুসহ বিভিন্ন বয়সের প্রতিযোগীরা খেলাধুলার ৩০টি ইভেন্টে অংশগ্রহণ করেন। ৩০ টি ইভেন্টে ১২০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ হতে পুরস্কৃত করা হয়। তৃতীয় পর্যায়ে আগত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ হতে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয় এবং একই সাথে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে উপচেপড়া অতিতিদের মাতিয়ে রাখেন ঢাকা থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী প্রেমা রহমান ও লন্ডন থেকে আগত ফুক শিল্পী দিপু জায়গীরদার। 


গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগান এর প্রশংসনীয় কার্যক্রমে মুগ্ধ হয়ে  ইউএস সিনেটর গ্যারি পিটার্স এর পক্ষে আঞ্চলিক ডিরেক্টর জেনিফার সুইফট এবং মিশিগান "স্টেট ট্রিবুউট" রাজ্যের সিনেটর পল ওয়নো, মিশিগান স্টেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস লরি স্টোন, মিশিগান স্টেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ডোনাভান ম্যাকক্যানির পক্ষে স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর নিকট "সিনেটররিয়াল রিকগনিশন" হস্তান্তর করেন। এ সময়  তাদেরকে সংগঠনের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন জজ এবং প্রাক্তন সিনেটর স্টিভ বিদা, অফিসিয়াল ম্যাকম্ব কাউন্টি ডেমোক্র্যাটিক ব্ল্যাক ককাস চেয়ার জ্যাকি কেলি, সিটি অফ সেন্টারলাইন স্কুল বোর্ডের ট্রাস্টি এবং ট্রেজারার হেনরি নিউনান, ফিটজজেরাল্ড বোর্ড অফ ট্রাস্টি ডঃ খাজা শাহাব আহমেদ, ওয়ারেন সিটি বোর্ড অফ রিভিউ ভাইস চেয়ার ফয়সাল আহমেদ,সদস্য আজিজ চৌধুরীসহ অন্নান্য কমিউনিটির নেতৃবৃন্দ। 


সবশেষ র্যাফেল ড্র অনুষ্টিত হয়।  র্যাফেল ড্রতে প্রথম পুরষ্কার ছিল গাড়ি। পুরস্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হামট্রাম্যাক সিটি কাউন্সিলর আবু মুসা, পিকনিক কমিটির আহবায়ক মোঃ রমিজ উদ্দিন, সহ সভাপতি জয়নাল উদ্দিন, মোঃ কামাল আবেদীন, মোঃ আব্দুল লতিফ বাবুল, নজরুল ইসলাম বদরুল, পৃষ্টপোষক আক্তার হোসেন মাসুক, রসেন্দ্র দাশ, গোলাম আযম মাসুক, আব্দুল হক, মোঃ জয়নাল আবেদীন, আব্দুল মালিক, মোঃ আশরাফুল আমিন,তরিক উদ্দিন, বুরহান উদ্দিন, ইফতেখার হেলাল, শাহজাহান রহমান মফিজ, মোঃ আব্দুল খালিক,নিজাম উদ্দিন,মোঃ ফয়সল আহমেদ,মনির উদ্দিন, খালিক উদ্দিন, মোঃ হেলাল আবেদীন, কয়েস আহমেদ, মোঃ শুয়াইব, দিলওয়ার হোসেন, আলিম আহমেদ, আনিস জামান, জাকির মুন্না, রানু মিয়া, ওলিউর রহমান, লুৎফুর আহমেদ, এস এম জয়নাল, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হাসান, শাহেদ উদ্দিন, শুভ আহমেদ, রাশেদুজ্জামান রাসেল, আলিম উদ্দিন, শারমিন হক, ক্যালিফর্নিয়া থেকে আগত খালেদ আহমেদ, ইকবাল বাবর, শাহীন আহমেদ, বদরুল ইসলাম, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল রহমান, নজরুল ইসলাম চেয়ারম্যান, সায়েদ মঈন দিপু, লুৎফুর রহমান,মজিবুর রহমান শাহীন, হারান কান্তি ,সঞ্জয় দেব, আজমল হোসাইন, সেলিম আহমেদ, মাহবুব রাব্বি, বশির আহমেদ, জাফর আহমেদ, জাবেদ চৌধুরী, বকুল তালুকদার, আবেদ মনসুর, গুলজার আহমেদ, ফয়সল, জনি, কবির আহমেদ, শামীম আহমেদ, সেলিম আহমেদ, শাহাদাত হোসাইন মিন্টু, কামাল উদ্দিন, নায়িম আহমেদ, শিপু জায়গীরদার, রাব্বি আলম, মোঃ ফরিদ আহমেদ, ইয়াসিন আহমেদ, আব্দুর রাকিব, আবুল কালাম আজাদ, সাব্বির আহমেদ, সিরাজুল ইসলাম, রায়হান আহমেদ, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন, ফয়জুর রহমান, আহাদ আহমেদ, খোকন আহমেদ, কামাল উদ্দিন, মুর্শেদ আহমেদ, শাহেদা সাদেক,  টুনু মিয়া, শহিদুল ইসলাম, মুর্শেদ আহমেদ, শাহ শিমুল, কাউন্সিলর প্রার্থী খাজা আফজল, মুহতাসিন সাদমান, কবির আহমেদ, সাব্বির আহমেদ, অনিতা প্যাটেল, জাহাঙ্গীর আলী, সাংবাদিক কামরুজ্জামান হেলাল, আয়েশা আলী, সুলতান শরীফ, নেহের সিদ্দিক, সুহেল, রানা প্রমুখ ।

আগত সকল অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ হতে সম্মাননা উপহার প্রদান করা হয়। সমাপনী অনুষ্টানের বক্তব্যে উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল একটি সুন্দর আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। সভাপতির সমাপনী বক্তব্যে অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ আগত সকল অতিথিবৃন্দ ও সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লাইভস্ট্রিমড শিশু পর্ণ দেখার জন্য অর্থ প্রদান : সাবেক রিয়েল এস্টেট এজেন্ট গ্রেফতার

লাইভস্ট্রিমড শিশু পর্ণ দেখার জন্য অর্থ প্রদান : সাবেক রিয়েল এস্টেট এজেন্ট গ্রেফতার