ওটায়া, ০৩ আগস্ট : ১৮ বছরের দাম্পত্য জীবনে পড়ল ইতি। স্ত্রী সোফি গ্রেগরি-র সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল বুধবার কানাডার প্রধানমন্ত্রী জানান, দুইজনে মিলিতভাবেই দাম্পত্য জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই তাঁরা আইনি চুক্তিও স্বাক্ষর করেছেন।
ইন্সটাগ্রাম পোস্টে জাস্টিন ট্রুডো জানান, তিনি ও তাঁর স্ত্রী সোফি বহু গুরুত্বপূর্ণ ও কঠিন আলোচনার পর বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁরা এখনও ঘনিষ্ঠ পরিবার হিসাবেই থাকবেন। সন্তানদের স্বার্থে যেন তাঁদের ও সন্তানদের গোপনীয়তা বজায় রাখা হয়, তার অনুরোধও করেন ট্রুডো। তাদের তিনটি সন্তান রয়েছে, ১৫ বছর বয়সী জেভিয়ার, ১৪ বছর বয়সী এলা-গ্রেস এবং ৯ বছর বয়সী হ্যাড্রিয়েন।
ট্রুডোর অফিসের তরফেও প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বিচ্ছেদ সংক্রান্ত যাবতীয় আইনি পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ট্রুডো ও সোফি মিলিতভাবে তাঁদের সন্তানদের সুরক্ষিত ও নিরাপদ পরিবেশে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সপ্তাহেই তাঁরা সকলে মিলে ছুটি কাটাতে যাচ্ছেন বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। বিয়ের আগে বিনোদন সাংবাদিক হিসাবে কাজ করতেন সোফি। ট্রুডোর সঙ্গে ছোটবেলা থেকেই তাঁদের বন্ধুত্ব। আর সেই প্রেমই পরিণয়ে পরিণতি পায়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan