
সংগঠনের সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে ও বেলালউদদীন এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন মোঃ বেলাল হোসেন, আব্দুর রহিম, ফারুক তালুকদার, রওশনউদদীন,জাকিরুল ইসলাম খোকা, মিজানুর রহমান, গৌতম নাগ,মোঃ বেলাল, মনিরুজামান মনির, নূর মোহাম্মদ, শেখ কামাল মনজু, মুক্তাদির রহমান,কুতুবউদদীন এমরান , তোলন হক , বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া,মাসুম সরকার প্রমুখ ।

সভায় বক্তারা অভিযোগ করেন, একাত্তরের পরাজিত শক্তি তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিনাশ করার অশুভ প্রচেষ্টা চালিয়েছিল। সেই নারকীয় হামলার নাটের গুরু তারেক রহমানসহ হাওয়া ভবন সংশ্লিষ্ট কুশীলব ও তাদের দোসরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার মাটি থেকে খুনি চক্রকে চিরতরে উৎখাত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা বিদেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে দ্রুত রায় কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে না পারলেও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শ ও দর্শন বুকে লালন ও ধারণ করে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের সকল ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিশ্বে পরিচিত পেয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে।

বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধুর পরিবার ও বর্তমান সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা কুচক্রী মহলের ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশে-বিদেশে আওয়ামী পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।