মাধবপুর, (হবিগঞ্জ) ১৭ আগস্ট : উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএফএএম শাহজাহান বলেছেন, বর্তমানে মাদক একটি সমাজে মারাত্মক ভয়াবহ সমস্যা। মাদকের হাত থেকে রক্ষা পেতে শিক্ষার্থীদেরকে সচেতন হতে হবে। মাদককে না বলতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামীদের দেশের কর্ণধার হবে। মাদকে আসক্ত হলে অনেক মেধাবী ছাত্র অংকুরেই ঝরে পড়ে। তিনি বৃহস্পতিবার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী ও ছাত্রদের অনলাইন হাজিরা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পরিচালনা কমিটির সদস্য শাহ মোঃ সেলিম, গিয়াস উদ্দিন, হেলাল মিয়া,শফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক জয়লাল সরকার, সাংবাদিক আলাউদ্দিন আল রনি, রোকন উদ্দিন লস্কর,জালাল উদ্দিন লস্কর, শিক্ষক সালাহ উদ্দিন ও দশম শ্রেণীর শিক্ষার্থী
শাহরিয়ার চৌধুরী আবির প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan