ছবি স্ক্রিন শট, বিবিসি-র সৌজন্যে
ইয়েলোনাইফ, ১৮ আগস্ট : কানাডায় ছড়িয়ে পড়ছে দাবানল। আগুন নেভাতে লড়াই করে যাচ্ছেন দমকল কর্মীরা। বৃহস্পতিবার কানাডার উত্তরাঞ্চলীয় শহর ইয়েলোনাইফ থেকে ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের।
দমকল বিভাগ জানিয়েছে, আগুন ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। দাবানল এখন শহর থেকে ১৫ কিলোমিটার (১০ মাইল) উত্তর–পশ্চিমে রয়েছে। বৃষ্টি না হলে শনিবারের মধ্যে উপকণ্ঠে পৌঁছাতে পারে। আগুন নেভাতে বিমানের সাহায্যে জল ছিটানো হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার দাবানল নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার বলেছেন, ফেডারেল সরকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ওপর নজর রাখছে। স্থলপথ বিচ্ছিন্ন হলে বাসিন্দাদের দ্রুত বিমানে করে সরিয়ে নেওয়া হবে। পরিসংখ্যান বলছে, এটি কানাডার সর্বকালের সবচেয়ে ভয়াবহ দাবানল।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan