মাধবপুর, (হবিগঞ্জ) ১৯ আগস্ট : মাধবপুরে মুক্তিযোদ্ধার পুকুরে ফুটবল খেলতে গিয়ে এক যুবক পেল গ্রেনেড। শনিবার দুপুরে পুকুরের তলদেশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। উপজেলার চৌমূহনী ইউনিয়নের আনন্দপুর হাসিবাদ গ্রামের ৪
কিশোর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের পুকুরে একটি ফুটবল নিয়ে খেলতে নামে। খেলার এক পর্যায়ে ওই গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির মিয়া পায়ে শক্ত একটি বস্তুটি লাগে। পানির নিচ থেকে সাব্বির ওই বস্তুটি উপরে নিয়ে আসে দেখা যায় এটি গ্রেনেড। খবর পেয়ে কাশিমনগর ফাঁড়ির এস আই আব্দুল কাদির সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি গ্রেনেড বলে নিশ্চিত করে। পরে সর্তকতার সহিত পুলিশ পুকুরে পাড়ে মাটি কুড়ে গ্রেনেড টি রেখে দেয়। মাধবপুর থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, উদ্ধার হওয়া গ্রেনেডের বিষয়ে বিস্ফোরক বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। গ্রেনেডটি সক্রিয় কি নিক্রিয় তা বিশেষজ্ঞ দল বলতে পারবে। তাদের পরামর্শে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan