চট্টগ্রাম, ১৯ আগস্ট : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার ৫ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন। সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়া ডাঙ্গা, পুরানগড় ইউনিয়নের ফকিরখীল, বৈতরনী, মনেয়াবাদ, বাজালিয়া বিয়াইন বাজার, কেরানীহাট উত্তর ডেমশা, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ উপজেলার কালিয়াস গ্রামের বন্যার্ত অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এই মানবিক কার্যক্রম অংশ নেন সাতকানিয়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ কায়কোবাদ ওসমানী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক সরোয়ার আমিন বাবু, মোঃ ইসমাইল, এসএম বাবু (বাপ্পি) সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান প্রমুখ। সিলেট থেকে সার্বক্ষণিক মনিটরিং কাজে সহযোগিতা করেন সাংবাদিক উৎফল বড়ুয়া।
চট্টগ্রামের বন্যার্তদের মাঝে মানবিক কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেছে চমহিন উদ্দিন দুলাল ট্রাস্ট, হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশন, হাইব্রীড সিটি আবাসিক প্রকল্প, মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট, জালালাবাদ লিভার ট্রাস্ট, মনচন্দ্র-শুশীলা, বিমান-পটু ফাউডেশন, রেনুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, কবি আবুল বশর আনসারী স্মৃতি পরিষদ, আলোকিত সাতকানিয়া-লোহাগাড়া, ব্যারিস্টার মনোয়ার ফাউডেশ, রোকেয়া নূর সমাজ কল্যাণ সংস্থা, সৈয়দা রাজিয়া মোস্তফা ট্রাস্ট, সাদিক কেয়ার ক্লাব।
মানবিক কার্যক্রমে প্যাকেটিং প্রস্তুত কালে সার্বিক সহযোগিতার জন্য সাতকানিয়া রিসোর্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম। বন্যার পানি কমলেও বন্যার্ত মানুষের দু:খ-কষ্ট কমেনি তাই বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan