আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় অস্থায়ী আদালত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ঢাকায় মার্কিন দূতাবাসে বিশেষ দায়িত্বে ট্রেসি জ্যাকবসন তথ্য বলছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ বেশি কর্মকর্তা মারা গেছেন মিশিগানে ৩২৫ মিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর অনুদান চূড়ান্ত করেছে বাইডেন প্রশাসন না'জিয়াহ হ্যারিসের সাথে যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছে জার্ভিস বাটস  ৬ দিন ধরে নিখোঁজ দুই সন্তানের জননী : অভিযুক্ত হতে চলেছেন সন্দেহভাজন  রিজার্ভ পুলিশ অফিসারের বাড়িতে  দুদফা গুলি : সন্দেহভাজন গ্রেফতার অ্যালমন্ট  টাউনশীপে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মৃত ১, একজন অসুস্থ ফ্রাঙ্কেনমুথ নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার ম্যাডিসন হাইটসে গাড়ির ধাক্কায় পথচারির মৃত্য, চালকের সাজা শত শত গাড়ি চুরির সঙ্গে জড়িত ডেট্রয়েটের ৪ ব্যক্তি গ্রেফতার ২০২৪ সাল ছিল দক্ষিণ-পূর্ব মিশিগানের ইতিহাসে উষ্ণতম বছর মানব পাচারের অভিযোগে মিশিগানে বিচারের মুখোমুখি চীনা নাগরিক কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে দুই ভারতীয় বংশোদ্ভূত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া মিশিগানে রাস্তার তুষার দ্রুত গলতে লবনের বিকল্প বিট রস  ব্লুমফিল্ড টাউনশিপে গাড়ি চুরির ঘটনা বেড়েছে ডেট্রয়েট বাড়ির বাইরে মানব দেহাবশেষ পাওয়া গেছে ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ নিকি মিনাজের কথিত হামলার ঘটনায় পরোয়ানা জারির আবেদন নাকচ

হবিগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে শতাধিক আহত : বিএনপি অফিস ভাংচুর

  • আপলোড সময় : ২০-০৮-২০২৩ ১২:৪৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৩ ১২:৪৯:৪৬ অপরাহ্ন
হবিগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে শতাধিক আহত : বিএনপি অফিস ভাংচুর
হবিগঞ্জ, ২০ আগস্ট : হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে উভয় দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির শায়েস্তানগরস্থ অফিস ও অফিসের চেয়ার এবং সেখানে থাকা বিএনপির তোরণ, ব্যানার, ফেস্টুন ভাংচুর করে। পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে দুই ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ রবিবার বিকেলে হবিগঞ্জ শহতরের শায়েস্তানগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি পুলিশের বাধার মুখে ভন্ডুল হয়েছে। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর চিড়িয়াখানা সড়ক এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এই নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ বাধলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সহস্রাধিক রাউন্ড বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান,হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ ৩৫/৪০জন পুলিশ সদস্য আহত হন। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ দুই শতাধিক বিএনপির নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

বিএনপির এই নৈরাজ্যের প্রতিবাদে রবিবার বিকেলে বিক্ষোভ মিছিল এর আয়োজন করে জেলা আওয়ামী লীগ। রবিবার বিকেল সাড়ে ৫টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শায়েস্তানগর চিড়িয়াখানা এলাকায় পৌছলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির অফিসে ভাংচুর করে ও অফিসের চেয়ার ভেঙ্গে ফেলে। সেখানে থাকা একটি তোরণ ও ব্যানার ফেস্টুনে ভেঙ্গে ফেলে তারা। এ সময় নেতাকর্মীরা অফিসের পাশেই থাকা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জি কেগউছ এর বাসায় হামলা চালানোর চেষ্টা করে। এ সময় ওই এলাকায় থাকা বিএনপির নেতাকর্মীরা পাল্টা আক্রমণ করলে সেখানে রণক্ষেত্রে পরিণত হয়। উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, লাঠি, লোহার রড ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আওয়ামী লীগের শেখ শেবুল মিয়া, মহিবুর রহমান মাহি, আবুল কাশেম, মাসুম বিল্লাহ, রাজুসহ ৭০জন আহত হয়। বিএনপির জি কে গাফফার, জি কে মওলা, সেতু, চন্দন, ইমন, গুলজার, মাহবুবসহ আহত হয় ৩০ জন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান এর নেতৃত্বে পুলিশ এসে শতাধিক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে। মিছিলে বিএনপির নেতাকর্মীরা ইচ্ছাকৃত হামলা করলে সেখানে সংঘর্ষের সৃষ্টি করে। এতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এর আগে তারা পুলিশের উপর হামলা করে। এতেই প্রমাণিত হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল।  হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আফজাল আহমেদ বলেন, আওয়ামী লীগ ইচ্ছা করেই তাদের অফিস ভাংচুর ও হামলা করেছে। তাদের পরিকল্পিত হামলায় বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছেন। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত ওসি অজয় চন্দ্র দেবকে ঢাকায় প্রেরণ
শনিবার বিএনপির নেতাকর্মীদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ ৪০জন পুলিশ সদস্য আহত হন। আহতরা হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেন। শনিবার রাতে হাসপাতালে আহতদের দেখতে যান জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ দলীয় নেতৃবৃন্দ। এদিকে হামলায় গুরুতর আহত হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য রবিবার দুপুরে ঢাকা চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের মামলা দায়েরের প্রস্তুতি শনিবার বিএনপির নেতাকর্মীদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ ৪০জন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। 

হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত বদিউজ্জামান জানান, শনিবারের ঘটনায় পুলিশ এ্যাসল্টসহ একাধিক মামলাদায়ের করা হবে। আসামীর সংখ্যা কত হবে এখনও বলা যাচ্ছে না। শনিবার পুলিশ কত রাউন্ড টিয়ারশের ও বুলেট নিক্ষেপ করে জানতে চাইলে তিনি বলেন, এখনও হিসাব চুড়ান্ত হয়নি। তবে এখন পর্যন্ত সাড়ে ৯শ রাউন্ডের হিসাব পাওয়া গেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
থানার ভেতরে মিলল ওসির ঝুলন্ত মরদেহ

থানার ভেতরে মিলল ওসির ঝুলন্ত মরদেহ