মেডিসন হাইটস, ২১ আগস্ট : চুনারুঘাট সোসাইটি অব মিশিগানের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মেডিসন হাইটস সিটির সিভিক সেন্টার পার্কে মনোরম পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয় গান-আড্ডাও বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর ও মহিলারা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। বনভোজনে আগত সবার ভুরিভোজের জন্য মজাদার খাবারের আয়োজনও ছিল। চমৎকার আবহাওয়ায় ভিন্ন আমেজে জমে ওঠেছিল এ বনভোজন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যার কিছু আগে বনভোজনের কার্যক্রম শেষ হয়।
বনভোজনে সার্বিকভাবে সহযোগিতা করেন সোসাইটির উপদেষ্টা আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান, আবু সালেহ লস্কর (আবিদ), মো: নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন, মো: গোলাম আযম জিবরীয়া, নিবাস দাস, হাবিবুর রহমান, স্বদেশ সরকার, আহ্বায়ক মো: সাইদুল হক, মো: খালেদ (শাহিন), মো: রফিকুল ইসলাম, সদস্য সচিব গিয়াস উদ্দিন, মিশন লস্কর।
এদিকে বনভোজন সফল করায় চুনারুঘাট সোসাইটি অব মিশিগানের সভাপতি মো: আবু তাহের সিদ্দিকী ইকবাল ও সাধারণ সম্পাদক মো: সাইদুল হক প্রবাসী চুনারুঘাটবাসীসহ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan