ওয়াশিংটন, ২২ আগস্ট : তিন বছরের পুরানো মামলায় এবার আত্মসমর্পণ করতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আগামী বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টায় আত্মসমর্পণ করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়া প্রদেশে ২০২০ সালের নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তবে গত ১৪ আগস্ট ট্রাম্প-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মোট ৪১টি অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। মামলায় সহায়তা করার জন্যই তিনি আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan