আমেরিকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে শিশু ও গর্ভবর্তী মায়েদের জন্য বিনামূল্যে রাইডস টু কেয়ার প্রোগ্রাম একাত্তরের অপরাধ প্রমাণিত হলে ক্ষমা চাইব: জামায়াত আমির ওরিয়ন টাউনশিপে বিস্ফোরণে কন্ডো ভবন বিধ্বস্ত, নিখোঁজ ২ আজ রাতে মিশিগানে মৌসুমের প্রথম তুষারপাতের সম্ভাবনা প্রায় ২.৬ মিলিয়ন মিশিগানের বাসিন্দা থ্যাঙ্কসগিভিং ডেতে ভ্রমণ করবেন হাসিনা ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিলেন ড. ইউনূস সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, অধ্যাদেশ জারি মহাখালীতে তিতুমীরের শিক্ষার্থীদের রেল ও সড়ক অবরোধ ডেট্রয়েটের একটি পরিত্যক্ত স্কুলকে কমিউনিটি সেন্টারে রূপান্তরে পরিকল্পনা  শেখ হাসিনাকে ভারতেই মরতে হবে : পিনাকী ভট্টাচার্য মিশিগান হাউসে দ্বিতীয়বারের মতো বিদ্বেষমূলক অপরাধের কয়েকটি বিল অনুমোদন ধর্মীয় সহিংসতার ঘটনা অল্প, কিন্তু প্রচার সম্পূর্ণ অতিরঞ্জিত : ড:  মুহাম্মদ ইউনূস নির্বাচনের ট্রেন যাত্রা শুরু, যেতে যেতে অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে :  ড. ইউনূস সাউথফিল্ড ফ্রিওয়েতে দুর্ঘটনায় তরুণী নিহত মনরো কাউন্টিতে ৩টি গাড়ির ধাক্কায় নারী নিহত  শিকাগোতে মিশিগানের নারীর রহস্যজনক মৃত্যু জিএম বিশ্বব্যাপী প্রায় এক হাজার কর্মীকে ছাঁটাই করেছে টাকা-স্বর্ণের সঙ্গে আট মাসের শিশুকেও নিয়ে গেছে ডাকাতেরা স্বাস্থ্যখাতে জালিয়াতি, ওয়েইন কাউন্টির ফার্মাসিস্ট এবং তার ভাই দোষী সাব্যস্ত ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ভালোভাবে নিচ্ছে না সরকার
হলমিচ যেন এক টুকরো বাংলাদেশ : আবুল কাশেম

মিশিগানে হবিগঞ্জবাসীর বনভোজন মানুষের ঢল

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৩ ০৩:৪৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৩ ০১:৪৮:৫০ পূর্বাহ্ন
মিশিগানে হবিগঞ্জবাসীর বনভোজন মানুষের ঢল
ওয়ারেন, ২৮ আগস্ট : হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের অব মিশিগানের বার্ষিক বনভোজন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের অব মিশিগানের সহ সভাপতি মো: মিজান মিয়া জসিমের সঞ্চালনায় দুপুর ৩টায় ওয়ারেন সিটির হলমিচ পার্কে সংগঠনের কর্মকর্তারা অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্ণাঢ্য এ আয়োজনে কমিউনিটি নেতৃবৃন্দসহ মিশিগানের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দেন।

দুপুর ১টা থেকেই প্রবাসীরা ব্যক্তিগত গাড়িতে করে বনভোজন স্থলে সমবেত হতে থাকেন। এক সময় নারী পুরুষ ও শিশু কিশোরদেরকে পদচারনায় মুখরিত হয়ে উঠে বনভোজন স্থল। বনভোজনে নানা কর্মসুচীর মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী।

বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বাংলা প্রেসক্লাব মিশিগানের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতা সেলিম আহমেদ, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক বাছির আহমদ বাবুল, জালালাবাদ এসোসিয়েশন মিশিগানের সভাপতি  মোহাম্মদ এ হোসেন সুলেমান, সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলম্যান আবু মুসা, কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক আহমেদ চৌধুরী, গোলাপগঞ্জের সাবেক চেয়ারম্যান জিলালুদ্দিন, সাবেক চেয়ারম্যান  চেয়ারম্যান রাজু তালুজদার, সাবেক চেয়ারম্যান আরএইচ সাহীন,  রাজু চৌধুরী, 

কমিউনিটি নেতা কল্কু চৌধুরী,  ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক আজিজ আহমেদ চৌধুরী,  চট্রগ্রাম ইউনিভার্সিটি এলামনাই এসোমিয়েশনের সভাপতি সৈয়দ মইন,  বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. রাব্বি আলম, ফিটজেরাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি খাজা সাহাব আহমেদ,  বোর্ড অব ওয়ারেন সিটির রিভিউ কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ফয়সাল আহমেদ, ডিস্ট্রিক ১০ এর কংগ্রেস প্রার্থী ডায়ান ইয়াং, স্টেট রিপ্রেজেনটিটিভও ওয়ারেন সিটির মেয়র প্রার্থী  মিস লরি স্টোন, কাউন্সিলর প্রার্থী  জি ডেরাল, ব্যবসায়ী নেতা  আরমানি আসাদ, কমিউনিটি এক্টিভিস্ট নাজেল হুদা, কমিউনিটি নেতা গিয়াস উদ্দিন, ডিস্ট্রিক ২ এর কাউন্সিলম্যান প্রার্থী অ্যাডাম সাওকা,  ডিস্ট্রিক্ট ২-এর প্রাক্তন কাউন্সিলম্যান প্রার্থী মাইকেল হাওয়ার্ড, ওয়ারেন সিটির কাউন্সিল মহিলা অ্যাট-লার্জ অ্যাঞ্জেলা রোজেনসুস। অতিথিদের পরিচয় করিয়ে দেন জেলা ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান  এবং আসাল-এমআই চ্যাপ্টার ভারপ্রাপ্ত সভাপতি এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ রেজা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। দেশের উন্নয়নে তাদের অবদান অপরিসীম। তিনি বলেন, আজকের এই বনভোজনে প্রবাসীদের সরব উপস্থিতিতে এই পার্কটি এক টুকরো বাংলাদেশে রূপ নিয়েছে। নতুন প্রজন্ম এই ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে জানতে পারবে। তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য গড়ে উঠবে।

হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক শেখ মো: তাজ উদ্দিন, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মু এবং সদস্য সচিব বিপ্লব রায়ের পরিচালনায় বনভোজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান সেলু, সহ সভাপতি আব্দুস সোবহান, মো: মিজান মিয়া জসিম, মো: মহসিন তালুকদার টিপু, নুরুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: গোলাম আজম, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান শাহীন, সহ অর্থ সম্পাদক মো: শিপন মিয়া, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সৈয়দ আবুল খায়ের মিতু, লাখাই প্রতিনিধি মো: আতাউর রহমান,

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মো: আয়াত আলী, বানিয়াচঙ্গ প্রতিনিধি আশরাফ হোসেন খান সুমন, আজমিরিগঞ্জ প্রতিনিধি নিপুল রহমান, চুনারুঘাট প্রতিনিধি মো: সাইদুল হক, বাহুবল প্রতিনিধি মো: সাইফুর রহমান শামীম, নবীগঞ্জ প্রতিনিধি মো: নূর মিয়া, মাধবপুর প্রতিনিধি মো: ইকবাল হোসেন, সদস্য ওবায়দুল মান্নান, সুফী আহমেদ, মোজাহিদুল ইসলাম সোহেল, খালেদুজ্জামান খান নাহিদ।

সংগঠনের পক্ষে অতিথিদের অভ্যর্থনা জানান উপদেষ্টা সৈয়দ আলী রেজা, আলী আকবর খান, ডা: অহিদুর রহমান চৌধুরী, মো: আব্দুল জব্বার, মোস্তফা কামাল, আলী আজগর, ওয়াহিদুজ্জামান আগা, শাহ হারুনুর রশীদ স্বপন, মো: নজরুল ইসলাম, আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান, শামীম আহছান, মিলাদ হোসেন চৌধুরী, প্রবীর রায়, সৈয়দ নজরুল ইসলাম, চিন্ময় আচার্য্য, মো: হারুনুর রশীদ।

মধ্যাহ্নভোজের পর খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। মহিলাদের আকর্ষণীয় বালিশ বদল খেলায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। এতে ৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন সিমু চৌধুরী, অনুশা, বিলকিছ ইসলাম, কানিজ সায়েমা, শেখ ফাহমিদা এবং শাহীদা।

বনভোজনে ছিল বাংলাদেশি রকমারি খাবার আয়োজন  ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন সৈয়দ সাফি, অনামিক রায়। নৃত্য পরিবেশন করেন মৃত্তিকা সরকার, অর্পিতা সেন। আকর্ষনীয় র‍্যাফেল ড্রতে আই ফোন-১৪ প্রমেক্স, ৭৫ ইঞ্চি টিভি, সোনার চেইন, ল্যাপটপ, এ্যাপল ওয়াচ মোট ২২টি পুরস্কার প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি শাহীন আহমদ ও সাধারণ সম্পাদক শেখ মো: তাজ উদ্দিন বনভোজন সফল ও স্বার্থক করায় কর্মকর্তা, অতিথি সহ কমিউনিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা স্পন্সরদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিডিং ইউনিভার্সিটিতে ব্র্যাক ব‍্যাংকের ক‍্যারিয়ার টক অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটিতে ব্র্যাক ব‍্যাংকের ক‍্যারিয়ার টক অনুষ্ঠিত