হবিগঞ্জ, ০৭ জানুয়ারী : হবিগঞ্জে ২য় শেখ কামাল জাতীয় যুব গেমস উদ্বোধন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে গেমস এর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রদীপ দাস সাগর ও জিমন্যাস্ট্রিক ফেডারেশনের সাধারন সম্পাদক মো. আহমেদুর রহমান। উদ্বোধন উপলক্ষে আকর্ষণীয় ডিসপ্লের আয়োজন করা হয়। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তিনদিন ব্যাপি যুব গেমস এ ৮টি ইভেন্ট রয়েছে।
জেলার ৯টি উপজেলার সহস্রাধিক ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন। ৯ জানুযারী বিকেলে গেমস এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan