মাধবপুরে আগুনে পুড়লো ৪ দোকান
-
আপলোড সময় :
০১-০৯-২০২৩ ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
০১-০৯-২০২৩ ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ০১ সেপ্টেম্বর : মাধবপুরে গ্যাস সিলিন্ডার দোকানে এক অগ্নিকান্ডের ঘটনায় ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরে আন্দিউড়া ইউনিয়নের চকবাজারে এ অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ করে ব্যবসায়ী নন্দন দেবের গ্যাস সিলিন্ডারের দোকানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এর পরপরই আগুন মুহূর্তের মধ্যে চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে।গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরনের বিকট শব্দে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আতংকিত হয়ে পড়েন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সজল দেবের মুদি মালের দোকান, অসীম দেবের ফার্মেসী, অমর ঠাকুরের কম্পিউটারের দোকানে ছড়িয়ে পড়ে। মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনতোষ মল্লিক বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় অগ্নিকান্ডের মাত্রা ও তীব্রতা বেশি ছিল। খবর পেয়ে ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে বাজারকে রক্ষা করা সম্ভব হয়েছে। ব্যবসায়ীদের দাবি ক্ষয় ক্ষতির পরিমান ২০ লাখ টাকার বেশি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
কমেন্ট বক্স