আটলান্টিক সিটি,০৬ সেপ্টেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করার নিমিত্তে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী অভিবাসীরা নাগরিকত্ব পরীক্ষার জন্য প্রস্তুতি, সাক্ষাতকার প্রদান সংক্রান্ত প্রস্তুতি সহ ইংরেজীতে কথা বলা ও লিখার দক্ষতা অর্জনের প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পান। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম, আফিয়া নাসরিন ও ভিক্টোরিয়া মার্টিনেজ।
সম্প্রতি বাংলাদেশি অভিবাসী আনিসুর রহমান জুয়েলের স্ত্রী মাহমুদা বেগম এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং নাগরিকত্ব পরীক্ষায় অংশগ্রহন করতে ইচ্ছুক অভিবাসীদেরকে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনের জন্য আহবান জানান।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল মাহমুদা বেগমকে পুরস্কৃত করেন।উল্লেখ্য, বিএএসজের মহতী কার্যক্রমের অংশ হিসাবে সম্পূর্ণ বিনা খরচে অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan