আমেরিকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটকে বন্যা থেকে রক্ষায় ইটনা-মিঠামইন সড়ক ভাঙা হবে : উপদেষ্টা ফরিদা আখতার সনাতনীদের উৎখাতের চেষ্টা হলে বাংলাদেশ ইরাক-লিবিয়া-সিরিয়ার মতো হবে যুক্তরাষ্ট্রে ১৬০,০০০ পাউন্ডেরও বেশি গ্রাউন্ড গরুর মাংস প্রত্যাহার ডেট্রয়েটের পুলিশের ৩০ কর্মকর্তাকে  দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ফ্লিন্ট কিশোরকে গুলি করে হত্যার তদন্ত শেষ করেছে রাজ্য পুলিশ ইস্ট ল্যান্সিংয়ে জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু  হ্যারিসের অনুষ্ঠান থেকে বের করে দেওয়ায় মুসলিম ডেমোক্র্যাটের মামলা নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন হবিগঞ্জে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার সেনাকুঞ্জে খালেদা জিয়া ৪ টি বাড়িতে হামলার পেছনে দক্ষিণ দক্ষিণ আমেরিকান গ্যাং প্রস্তাব পাস : ডেট্রয়েটে গাঁজা এবং ই-সিগারেটে বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে মিশিগান মুসলিম গ্রুপকে হুমকিতে দোষী সাব্যস্ত ফ্লোরিডার বাসিন্দা ডেট্রয়েটে শিশু ও গর্ভবর্তী মায়েদের জন্য বিনামূল্যে রাইডস টু কেয়ার প্রোগ্রাম একাত্তরের অপরাধ প্রমাণিত হলে ক্ষমা চাইব: জামায়াত আমির ওরিয়ন টাউনশিপে বিস্ফোরণে কন্ডো ভবন বিধ্বস্ত, নিখোঁজ ২ আজ রাতে মিশিগানে মৌসুমের প্রথম তুষারপাতের সম্ভাবনা প্রায় ২.৬ মিলিয়ন মিশিগানের বাসিন্দা থ্যাঙ্কসগিভিং ডেতে ভ্রমণ করবেন হাসিনা ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিলেন ড. ইউনূস

মিশিগানে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ০১:২৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৩ ১০:২৭:২৮ পূর্বাহ্ন
মিশিগানে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
ওয়ারেন, ০৯ সেপ্টেম্বর : ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টামী উপলক্ষে মিশিগানে দুইদিন ব্যাপী নানা অনুষ্ঠানমালা গতকাল শনিবার শুরু হয়েছে। অনুষ্ঠানমালার প্রথম দিন ওয়ারেন সিটির শিব মন্দির এবং ডেট্রয়েট সিটির ডেট্রয়েট দুর্গা টেম্পল গতকাল পৃথক শোভাযাত্রা করেছে।  
বিকাল ৫টায় ওয়ারেন সিটির শিব মন্দিরের সামনে থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নগর সংকীর্ত্তন সহকারে শোভাযাত্রাটি মন্দিরের আশপাশ এলাকা ঘুরে আবারও মন্দিরে এসে শেষ হয়। এতে বিভিন্ন এলাকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত ব্যানার, ফেষ্টুন ও রাধা কৃষ্ণ সেজে শোভাযাত্রার অংশ গ্রহণ করে।

প্রধান অতিথি মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা নারিকেল ফাটিয়ে জন্মাষ্টামীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা, প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, আশুতোষ চৌধুরী, রতন হালদার, রাখি রঞ্জন রায়, সৌরভ চৌধুরী, স্বদেশ রঞ্জন সরকার প্রমুখ। 


শোভাযাত্রা শেষে মন্দিরের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। একক নৃত্য পরিবেশন করেন ২জন। তারা হলেন অন্তরা অন্তি ও মহুয়া দাশ মিষ্টি। দ্বৈত নৃত্য পরিবেশন করেন রিশিকা পাল ও মৌ পাল। গ্রুপ নৃত্য পরিবেশন করেন  রিয়া, কৃষ্টি, রিশিকা পাল, মৌ পাল, জেসিকা পাল, প্রত্যাশা পাল, কুয়াশা পাল।

গোপালের জন্মদিন উপলক্ষে রাখি রঞ্জন রায় ও তার সহধর্মিনী নীলিমা রায় এক স্পেশাল কেক উপহার দেন। চিনু মৃধা সকল শিশুদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের কেক কাটেন। সবশেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আজ রোববার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এদিকে ‘ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী’ উপলক্ষে বর্ণাঢ্য  শোভাযাত্রা করেছে ডেট্রয়েট দুর্গা টেম্পল। হ্যামট্রাম্যাক হাই স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে এতে অংশ নেয়। রাস্তায় দাড়িয়ে শোভাযাত্রা দেখেন বহু মানুষ। তারা হাত নাড়িয়ে শোভাযাত্রাকে স্বাগত জানায়। শোভাযাত্রা ঘিরে নগরীর কয়েকটি সড়কের যান চলাচল নিয়ন্ত্রণ করে হ্যামট্রাম্যাক পুলিশ।

সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে মিশিগান রাজ্যের বিভিন্ন মন্দিরে দু’দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শিব মন্দির, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল, ইসকন ডেট্রয়েট, ইসকন ফার্মিংটন হিলসসহ মিশিগানের অন্যান্য মন্দিরে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে অভিষেক, বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় নাটক, নৌকা বিলাস, ফায়ার ওয়ার্কস, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাম সংকীর্তন, ধর্ম সম্মেলন, লীলা কীর্তন, ভগবানের বাল্যকাল নিয়ে শিশু কিশোরদের অনুষ্ঠান। জন্মাষ্টমীকে ঘিরে এখানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

জন্মাষ্টমী উপলক্ষে মিশিগান কালিবাড়ি আজ রোববার বর্নাঢ্য শোভাযাত্রা বের করবে। বিকাল ৫টায় ওয়ারেন সিটির নাইন মাইল রোডস্থ মন্দির থেকে বের হবে এই শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্নসড়ক প্রদক্ষিণ করে আবারও মন্দিরে এসে শেষ হবে।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী উদ্যানে "ফ্রাইডে মুভি নাইট" প্রদর্শনী সফলভাবে সম্পন্ন

সোহরাওয়ার্দী উদ্যানে "ফ্রাইডে মুভি নাইট" প্রদর্শনী সফলভাবে সম্পন্ন