আমেরিকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংস্কৃতিক আবহে শুরু জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব রয়েল ওকের কোরওয়েল হাসপাতালে বোমার হুমকি : পুলিশের তদন্তে ভুয়া প্রমাণিত প্রাইড পতাকা নিষেধাজ্ঞা : হ্যামট্রাম্যাকের পক্ষে আদালতের রায় মিশিগানে ছাত্রীর প্রতি ‘রোমান্টিক আগ্রহে’ অধ্যাপক বরখাস্ত মিশিগানে কানাডিয়ান ট্রাক চালক কোকেনসহ গ্রেফতার ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে মিশরীয় পঙ্গপাল জব্দ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ডেট্রয়েটের সৈনিকের দেহাবশেষ শনাক্ত গাজায় প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে ডেট্রয়েটে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ভুয়া সোশ্যাল অফিসারের খপ্পরে শেলবির নারী পাইপ ফেটে বন্যা, সাময়িকভাবে বন্ধ ওকল্যান্ড মল ওয়ারেনে বাড়ির ভেতরে দুই নারীর মরদেহ : পুলিশের তদন্ত শুরু মেট্রো ডেট্রয়েটের দিকে ধেয়ে আসছে বজ্রঝড় গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত, কারফিউ জারি মেট্রো ডেট্রয়েটের গ্যাস স্টেশনের তাকজুড়ে ‘ক্র্যাটম’   এনার্জি ড্রিংকে মৃত ইঁদুর : মিশিগানে মনস্টার বেভারেজের বিরুদ্ধে মামলা শহরের আবাসিক এলাকায় স্বল্পমেয়াদী ভাড়া নিষিদ্ধ করল ডিয়ারবর্ন সিটি কাউন্সিল ডিয়ারবর্নে গুলির ঘটনায় মুক্তি পেলেন সন্দেহভাজন আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে ওজোন দূষণের সতর্কতা জারি

সামার্সটাউন মসজিদের প্রতিষ্ঠা বার্ষিকী ও দারুল কেরাতের পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৩ ০১:১৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৩ ০১:১৫:৩৯ অপরাহ্ন
সামার্সটাউন মসজিদের প্রতিষ্ঠা বার্ষিকী ও দারুল কেরাতের পুরস্কার বিতরণ
লন্ডন, ১১ সেপ্টেম্বর : পবিত্র কুরআনুল কারীমের  হেফাজত বা সংরক্ষণের অন্যতম একটি দিক হচ্ছে এর সঠিক তিলাওয়াত করা। যুগ যুগ ধরে বিশ্বব্যপী কুরআন শিক্ষাদানে মুসলিম বিশ্বের আলেমসমাজ জীবনভর খেদমত ও কার্যক্রম চালিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় দারুল কেরাত তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
গত ১০ সেপ্টেম্বর রবিবার কেমডেন সামার্সটাউন মসজিদের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দারুল কেরাত ফুলতলি মজিদিয়া ট্রাস্টের ১১তম বর্ষপুর্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠান মসজিদ সংলগ্ন মারিয়া ফিডেইলিস স্কুলের হলরুমে বিপুল সংখ্যক অভিভাবক ছাত্র ছাত্রী ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। 
সামার্সটাউন মসজিদের চেয়ারম্যান আব্দুল হান্নান তরফদার মাসুদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন দারুল কেরাত কমিটির চেয়ারম্যান আলহাজ মাহমুদ মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল কেরাত যুক্তরাজ্য কমিটির সাধারন সম্পাদক মাওলানা আশরাফুর রহমান।

শিক্ষক শাহ আব্দুল মাজেদ বখত এর প্রানবন্ত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মসজিদের ইমাম খতিব ও সামার্সটাউন মসজিদের দারুল কেরাতের অন্যতম রুপকার নাজিম, শাহ আব্দুল ওয়াদুদ বখত, ট্রেজারার আব্দুল মালিক, মাওলানা সৈয়দ মো: ইব্রাহিম জামালী, সহকারী নাজিম, বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের অন্যতম ডাইরেক্টর জালাল আহমেদ, এম এ ফাত্তাহ ফয়সাল চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রাফি আহমেদ ও  স্পন্সর  সায়েদ আহমেদ প্রমুখ। 
এতে ছাত্র ছাত্রীদের মধুর কন্ঠে কেরাত, নাশিদ, বক্তব্য ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সাটিফিকেট  প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানটি এক অভুতপূর্ব  আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। 
মসজিদ, ভলেণ্টিয়ার ও দারুল কেরাত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, মনিরুল হক ময়নুল, হাজি বাবু মিয়া, মহিবুর রহমান শাহজাহান, আব্দুল হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুল মুতাকাব্বির হাবিব, মুহিবুর রহমান, রিপন খান, এ রহমান অলি, সাজু কোরেশি, হারুনুর রশীদ, আলী মিয়া। 
আরও উপস্থিত ছিলেন : হাজি মধু মিয়া, শিক্ষক মাওলানা মঞ্জুর আহমেদ,  ডা: মাহমুদুর রহমান, শেখ মোস্তফা কামাল,  মাওলানা বদরোদ্দোজা চৌধুরী শামীম, আব্দুল ওয়াহিদ, আব্দুস শহিদ, মাহবুব আলম, ওয়ালিদ বিন খালেদ সাগর ও  রুহন আহমেদ সহ বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও কমিউনিটির বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষ।

মসজিদ প্রতিষ্ঠার পর থেকে মসজিদের বিভিন্ন কার্যক্রম ও দারুল কেরাতের  উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন মসজিদের চেয়ারম্যান ও  সামার্সটাউন দারুল কেরাত বাস্তবায়নের মুল উদ্যোক্তা আব্দুল হান্নান তরফদার মাসুদ।
উল্লেখ্য মসজিদের ২৭ বৎসরের কার্যক্রম ও দারুল কেরাতের ১১ বৎসর পূর্তির উপর  তিনি নিজের পরিকল্পনায় একটি তথ্যবহুল  সংকলন প্রকাশিত করেন যা অনুষ্ঠানের শুরুতেই সবার হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠান সুন্দর ভাবে শেষ করায় দারুল কেরাত কমিটির চেয়ারম্যান আলহাজ মাহমুদ মিয়া, ভাইস চেয়ারম্যান মোতাকাব্বির হাবিব, নাজিম শাহ আব্দুল ওয়াদুদ বখত, সহকারী নাজিম জালাল আহমেদ, ক্যাশিয়ার মনিরুল হক ময়নুল উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও সহযোগীতার হাত অব্যাহত রাখার আহ্বান জানান।
পরিশেষে সামার্সটাউন মসজিদের চেয়ারম্যান আব্দুল হান্নান তরফদার মাসুদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সু-স্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে  অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
অবার্ন হিলসে ট্রেইলে নারীকে অশোভনভাবে স্পর্শের অভিযোগে যুবক অভিযুক্ত

অবার্ন হিলসে ট্রেইলে নারীকে অশোভনভাবে স্পর্শের অভিযোগে যুবক অভিযুক্ত