আমেরিকা , বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ , ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেডারেল এজেন্ট পরিচয়ে জালিয়াতি, মিলফোর্ড মহিলা অভিযুক্ত কিশোর আটক কেন্দ্র থেকে পালিয়েছে দুই  কিশোর হুইটমারকে হুমকিমূলক ইমেল আইনি লড়াই চালাবেন না ওয়েস্টল্যান্ডের বাসিন্দা মেমোরিয়াল ডে'তে  ১ মিলিয়নেরও বেশি মিশিগান বাসিন্দা ভ্রমণ করতে পারেন যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত প্রাক্তন ফার্মিংটন কোচ ওকল্যান্ড কাউন্টির জঙ্গলে ছোট বিমান বিধ্বস্ত শেলবি টাউনশিপে অবৈধ ওপিওড প্রেসক্রিপশনে ডাক্তারের ১২ বছরের সাজা ডেট্রয়েট চিড়িয়াখানার সিম্বা সিংহ মিশিগানকে বিদায় জানায় যৌন নিপীড়নের দায়ে ইংহাম কাউন্টির এক ব্যক্তির ২০ বছরের কারাদণ্ড ওয়েইন কাউন্টি ১০০টি এয়ার কোয়ালিটি মনিটর চালু করেছে নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গায়ক পিয়ালসহ নিহত ২ ডেট্রয়েট নিউজ রিপোর্টার সারা রাহাল মনোনীত প্রধান রাস্তার কাজের জন্য ২২ মিলিয়ন ডলার বরাদ্দ লিভোনিয়ায় বিনামূল্যের কমিউনিটি কলেজের পরিকল্পনা করছেন হুইটমার আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ আসামির যাবজ্জীবন, ৬ জন খালাস চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত মিশিগানে ১১ টর্নেডোর আঘাত, বাড়ি-ঘর ধ্বংস মিশিগানের তিনটি টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি চুক্তি না হলে ধর্মঘটের অনুমতি দিয়েছেন ওয়ারেন স্ট্যাম্পিং কর্মীরা গাড়ির যন্ত্রাংশ নির্মাতাদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তা আসছে

হবিগঞ্জে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৩ ০১:২৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৩ ০১:২৭:৫৭ অপরাহ্ন
হবিগঞ্জে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট
হবিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর : ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করেছেন তরুণ জলবায়ু কর্মীরা।  শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নগরীর খোয়াই নদীর তীরে  অনুষ্ঠিত জলবায়ু ধর্মঘটের সময় জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করার এবং জীবাশ্ম জ্বালানি বিশেষ করে এলএনজি আমদানির ওপর দেশের নির্ভরতা কমানোর এ দাবি তুলে ধরে ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ,  ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস হবিগঞ্জ জেলা। জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য বিদ্যুতে রূপান্তর প্রক্রিয়া যেন ন্যায্য হয়, মানবাধিকারকে সমুন্নত করে এবং কাউকে পেছনে  ফেলে না রাখা হয় সেই দাবিও তরুণদের কাছ থেকে উঠে আসে।  সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের গড়ে তোলা স্কুলশিক্ষার্থীদের পরিচালিত আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আহ্বানে এই জলবায়ু ধর্মঘট পালিত হচ্ছে বিশ্বব্যাপী।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোর ক্রমাগত মিথ্যা প্রতিশ্রতি দেয়ায় উন্নত দেশ ও প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে এসময় তরুণ জলবায়ু কর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাবের কারণে বিশ্ব এখন একটি সংকটপূর্ণ সময় পার করছে। উন্নত দেশগুলোকে প্যারিস জলবায়ু চুক্তি মেনে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখতে হবে। পাশাপাশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবসায় বিনিয়োগ না করে কার্বন নিঃসরণ হ্রাসে এখনই উদ্যোগী হতে হবে। সরকার এবং বিনিয়োগকারীদের অবশ্যই ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে জলবায়ু বিধ্বংসী কার্যকলাপের জন্য দায় নিতে হবে এবং সেখান থেকে সরে এসে অবিলম্বে উল্লেখযোগ্যভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। নানা ধরনের দাবি সম্বলিত প্লাকার্ড হাতে দুই শতাধিক তরুণ কর্মসূচিতে অংশ নেয়। দেশের ২৬টি জেলার তরুণ জলবায়ু কর্মীরা বিশ্বব্যাপী এই জলবায়ু ধর্মঘটের দাবিগুলোর সাথে সংহতি প্রকাশ করেছে। 

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং  সিলেট বিভাগীয় সমন্বয়কারী নাজমুন নাহিদ বলেন, ‘যেভাবে প্রলয়ংকরী বন্যা, তাপ প্রবাহ ও দাবানল বিশ্ব জুড়ে চলছে তা রুখতে হলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতেই হবে। আমরা বৈশ্বিক উষ্ণায়নের বদলে যে সেদ্ধ হওয়ার যুগে প্রবেশ করেছি সেই আগুনে আর জীবাশ্ম জ্বালানি ঢালা যাবেনা। নাহিদ আরো বলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের অবিলম্বে ন্যায্য জ্বালানি রূপান্তর অত্যন্ত জরুরী। আমরা যত বেশি অপেক্ষা করব, আমাদের পৃথিবী এবং আমাদের ভবিষ্যতের জন্য তত বেশি খরচ বাড়বে, ক্ষয়-ক্ষতি বাড়বে।  নতুন জীবাশ্ম জ্বালানিকে আমাদের না বলার  এবং পরিচ্ছন্ন শক্তির বিকল্প গ্রহণ করার এখনই উপযুক্ত সময় ।’’
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের হবিগঞ্জ  জেলার সমন্বয়কারী নাওফাত আদিবাহ্ ইবশার  বলেন, ‘আমরা আর গ্রীনওয়াশিংয়ের মাধ্যমে প্রতারিত হতে চাই না। বাস্তব সমাধান মানে কার্যকর পদক্ষেপ, ফাঁকা বুলি নয় নয়।’ আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার সদস্যবৃন্দ।
বিশিষ্ট জলবায়ু বিজ্ঞানী ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক সালিমুল হক তরুণদের আন্দোলনে সংহতি জানিয়ে এক বার্তায় বলেন, ‘জলবায়ু পরিবর্তন একটি স্পষ্ট এবং একটি চলমান সংকট । বিশ্বের ধনীরা জলবায়ু সমস্যার জন্য দায়ী, যার জন্য দরিদ্ররা ক্ষতির সম্মুখীন হয়। সরকারকে অবশ্যই বিশ্বব্যাপী দূষণকারীদের চাপ দিতে হবে। প্রত্যেক ব্যক্তির একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু সুবিচার প্রতিষ্ঠা করতে হবে।  আমাদের অবশ্যই জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করে, ন্যায়সঙ্গত এবং  টেকসই নবায়নযোগ্য শক্তির উৎসগুলোতে দ্রত রূপান্তর করতে হবে।’ তিনি আরো বলেন, "তরুণরা নির্ভীকভাবে জলবায়ু সুবিচার আদায়ের এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছে এবং আমি গর্বিতভাবে তাদের সাথে একটি টেকসই ভবিষ্যতের জন্য সংহতি জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ায়ে  প্রতিশ্রæতিগুলোকে অর্থপূর্ণ কর্মে পরিণত করে তরুণ ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি ন্যায়সঙ্গত এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’   
বাংলাদেশের তরুণরা বাস্তব জলবায়ুব্যবস্থা, অবিলম্বে পরিবর্তন এবং সবার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত দাবি করেছে। জলবায়ু পরিবর্তনে রূপান্তরমূলক পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উইক্সমে পিট বুলের আক্রমণে এক বছরের শিশু গুরুতর আহত

উইক্সমে পিট বুলের আক্রমণে এক বছরের শিশু গুরুতর আহত