মাধবপুর, (হবিগঞ্জ) ১৭ সেপ্টেম্বর : মাধবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এক র্যালী বের করা হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা প্রকৌশলী মোঃ শাহআলম, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, পৌর সচিব আমিনুল ইসলাম প্রমূখ।
এসময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন,মাহবুর রহমান সোহাগ, মিজানুর রহমান, মাসুদ খান, সৈয়দ সোহেল, ফারুকুর রহমান ফারুক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দিবস উপলক্ষে হল রুমে বিভিন্ন দপ্তরের স্টল বসে। এর আগে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান জনপ্রতিনিধিসহ স্টল গুলো পরিদর্শন করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan