মাধবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সম্প্রীতি সমাবেশ মাধবপুর, (হবিগঞ্জ) ২০ সেপ্টেম্বর : মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বুধবার বিকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউএনও মনজুর আহসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
সমমাবেশে জেলা প্রশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ঠিক রাখতে সকলকে সজাগ থাকতে হবে। রামেশ্বর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। কোন ইন্ধনদাতা থাকলে তাকেও তদন্তে বের করে আনা হবে। এ ঘটনায় ইতিমধ্যে কয়েক জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, কয়েক জনের জন্য এলাকার বদনাম হয়।
বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর পৌর সভার মেয়র হাবিবুর রহমান মানিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, মিজানুর রহমান.মাসুদ খান. সৈয়দ সোহেল, মীর খুরর্শেদ, ফারুক আহম্মেদ, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, হিন্দু বুদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেব, পুজা উদযাপন কমিটির সেক্রেটারি লিটন রায়, শিক্ষক সাইফুল ইসলাম, সাধন সাওতাল প্রমূখ। এছাড়াও সভায় ধর্মীয় নেতা রাজনৈতিক নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan