আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রলীগ নেতা হত্যায় জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ শিক্ষার্থী আটক প্লাইমাউথ টাউনশিপে দুই গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হবিগঞ্জে হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম কারাগারে হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম গ্রেফতার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা, সন্দেহভাজন আটক ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার বাংলাদেশকে ২০০ মি‌লিয়ন ডলারের সহায়তা দি‌ল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিদল টিকটকে হুমকির কারণে আর্মাডা এলাকার স্কুল বন্ধ পিপিপি ঋণ জালিয়াতির মামলায় মিশিগানের এক নারীর বিচার শুরু দিল্লি থেকে ঢাকায় আসলেন ডোনাল্ড লু ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে রবিবার বৈঠক, আলোচনা বহুমাত্রিক হবে : পররাষ্ট্র সচিব জামায়াত ক্ষমতায় গেলে জঙ্গিমুক্ত হবে বাংলাদেশ : মাসুদ আমরাও দুর্গোৎসব করি, ভারতে ইলিশ পাঠাতে পারব না: মৎস্য উপদেষ্টা আসুন নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি : প্রধান উপদেষ্টা

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত, আহত ৫

  • আপলোড সময় : ২২-০৯-২০২৩ ০১:২৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৩ ০১:২৬:৪৬ পূর্বাহ্ন
মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত, আহত ৫
ঢাকা, ২২ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : মিরপুরে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুরের ঢাকা কমার্স কলেজ এলাকার রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে পানিতে পরে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ জন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে চার জন মারা যান।
নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে আহত হোসাইনকে (০৭ মাস) প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এরপর শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ বলেন, আজ রাত প্রায় সাড়ে ১০টার দিকে খবর আসে ঢাকা কমার্স কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আমাদের ফোন করে জানানো হয় এ চার জন মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এ বৃষ্টিপাত কোনো কোনো এলাকায় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত হয়। ফলে হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। আর এতে বিদ্যুতায়িত হয়ে চার জন নিহত হন।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চার জনের মধ্যে তিন জন একই পরিবারের। এ ঘটনায় অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন।
এ ঘটনায় বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ করা হবে সাড়ে ৩ হাজার অবৈধ ইটভাটা : রিজওয়ানা হাসান

বন্ধ করা হবে সাড়ে ৩ হাজার অবৈধ ইটভাটা : রিজওয়ানা হাসান