আমেরিকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডে শিহরিত পুরান ঢাকা ডেট্রয়েটে রেস্তোরাঁয় ভুলবশত আগ্নেয়াস্ত্রের গুলিতে ৩ জন আহত হোয়াইটফিশের পতন গ্রেট লেকসে : মৎস্য বিজ্ঞানীদের সতর্কবার্তা ইস্টপয়েন্টে সহকর্মীর ছুরিকাঘাতে ম্যাকডোনাল্ডসের নারী ম্যানেজার নিহত মিশিগানে হামের সর্বোচ্চ সংক্রমণ, হুপিং কাশিতেও উদ্বেগজনক বৃদ্ধি চুরি করা কিয়া নিয়ে পালিয়ে হ্যাজেল পার্কের রেস্তোরাঁয় ধাক্কা, চার কিশোর গ্রেপ্তার ৬ বছর বয়সী ছাত্রীকে লাঞ্ছিত : দোষী সাব্যস্ত ইস্টপয়েন্টের প্রাক্তন স্কুল কর্মী শ্রীমঙ্গলে মোবাইল তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে ৪ তরুণের করুণ মৃত্যু ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের সব প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ পন্টিয়াকে গুলিতে তরুণ নিহত, দুই সন্দেহভাজন আটক ডেট্রয়েটের আই-৯৬ হাইওয়েতে গুলির অভিযোগ, আহত ২ মনরো কাউন্টিতে সেমি-ট্রাক থেকে চকলেট সিরাপ ছড়াল, ট্রাফিক বিঘ্নিত মনরো কাউন্টিতে বিমান দুর্ঘটনা, পাইলট অক্ষত ডেট্রয়েটের রাস্তায় রোবটের দৌড়, মুহূর্তেই ভাইরাল বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক বসালেন ট্রাম্প হোয়াইট লেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ডেট্রয়েট পার্কে গুলিবিদ্ধ শিশু, কঠোর হচ্ছে কারফিউ মিশিগানে প্রথমবারের মতো শনাক্ত হলো এশিয়ান লম্বা শিংওয়ালা টিক্স মেলভিন্ডেলে অগ্নিকাণ্ডে ৬৬ বছর বয়সী ব্যক্তি নিহত ৪ জুলাই আতশবাজির প্রভাব, মেট্রো ডেট্রয়েটে বাতাস দূষণের সতর্কতা

ব্রীড কুকুরকে না বলুন

  • আপলোড সময় : ২২-০৯-২০২৩ ০৩:০০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৩ ০৩:০০:৪২ পূর্বাহ্ন
ব্রীড কুকুরকে না বলুন
ব্রীড কুকুরের নাম শুনলেই আপনার আমার সকলের মনটা ভাল হয়ে যায়। নিত্য নতুন ব্রীড আর এক এক কুকুরদের এক এক Attributes। নিজেদের পছন্দমতন কোন একটা ব্রীড নিয়ে নিজেদের একাকিত্ব কিংবা পরিবারকে আরও সুন্দর করার স্বপ্ন সবাই দেখেন। এইতো সেদিন আমার প্রাক্তন আমাকে বলেছিলেন, আমরা একটি ল্যাব্রাডর নিব। পরিবার অনেক কিউট লাগে। আমিও তখন উনার কথার সাথে মাথা নেড়ে সম্মতি দিয়ছিলাম। কিন্তু জানতাম না এদের পেছনের ভয়ানক গল্পটা। আসুন আজ এই নিয়ে কিছু আলাপ করা যাক।
ব্রীড কুকুর বা আজকের যে বিখ্যাত ব্রীডগুলো আপনি দেখছেন তা আসলে এমন দেখতে কখনই ছিল না। বরং আমরা মানে মানুষরা এদের এমন বানিয়ে ফেলেছি। কি ? বিশ্বাস হচ্ছে না তো? আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব? পাগ বা জার্মান শেফার্ডকে আজকের এই অবস্থানে আনার জন্য ব্রীডার কৃত্রিমভাবে বছরের পর বছর ধরে নিজেদের ইচ্ছা মতন ব্রীড করেছেন। ব্রীডাররা বিভিন্ন ধরনের কুকুরদের সিলেক্ট করে করে এদের নিয়ে experimental mate (sexual intercourse) করাতেন যাতে নতুন একটি কুকুরের জাত উদ্ভাবন করা যায়। । একে সিলেক্টিভ ব্রীডিং বলে মানে প্রাকৃতিক ভাবে এরা আসছে না। কৃত্তিমভাবে আসে। সিলেক্টিভ ব্রীডিং এর ফলে ব্রীডাররা তো মারাত্মক টাকা কামিয়ে ফেলেন কিন্তু ব্রীড কুকুরদের জন্য আসে জীবনের জন্য কষ্ট আর যন্ত্রণা।

আসুন কয়েকটি বিখ্যাত ব্রীড নিয়ে কিছু আলোচনা করা যাক।
১. জার্মান শেফার্ডঃ সিলেক্টিভ ব্রীডিং এঁর আগে এই কুকুরের পেছন দিকটা সোজা হত। এ কারনে এদের ৪টি পা ই সোজাসোজি অবস্থানে থাকতো। কিন্তু খেয়াল করলে দেখবেন আজকের জার্মান শেফার্ডের পিঠ পেছনের দিকে হালকা ঝুঁকা। আর এ কারণে দীর্ঘমেয়াদী চাপের ফলে এদের পা পেছনের দিকে বেঁকে যায়। এই Disproportionate সাইজের জন্য এদের দীর্ঘমেয়াদি রোগ ও বহু যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। এদের মাঝে সবথেকে কমন রোগ হল Degentrative Myelopathy যাকে CDRM ও বলা হয়ে থাকে। এই রোগের কারণে কুকুরের মেরুদন্ডকে প্রভাবিত করে। যার ফলে প্রথমে এদের পায়ে কম শক্তি বোধ হওয়া এবং পরে দাঁড়ানো বা চলাফেরায় সমস্যা তৈরি হয়। যতদিন যাবে এদের পায়ের সমস্যা বাড়তেই থাকবে এবং তারা পায়ের ব্যাবহার করতে অসমর্থ হতে থাকবে। সমস্যা এমন দাঁড়ায় যে একটা সময় এদের এক স্থান থেকে অন্যস্থানে যেতে হলে পা কে ঘষিয়ে চলাফেরা করতে হয় এদের। কপাল খারাপ থাকলে ৬-১৮ মাসের মধ্যেই কুকুর প্যরালাইসিসে আক্রান্ত হয়।
২. পাগঃ ব্রীড ডগদের মাঝে পাগ সবথেকে জনপ্রিয়। যাদের পাপি টাইপ মুখ পছন্দ এদের কাছে পাগ অনেক কাঙ্ক্ষিত। পাগ ব্রীডকে পাগ বানানোর পেছনেও ব্রীডারদের হাত আছে। যেহেতু এদের বাজারে অনেক চাহিদা তাই এদের বাআওর পেছনে আছে লম্বা ইতিহাস। ইন্টারনেটে এর অনেক আর্টিকেল পাওয়া যায়। পাপিদের মতন দেখতে, সাইজে ছোট আর সুন্দর লেজ এদের চাহিদা সেলিব্রেটি থেকে শুরু করে শৌখিন অনেক কুকুরপ্রেমীদের কাছে হয়েছে আকর্ষনীয়। শুধু সেলিব্রেটি না, মোবাইল ফোনের কোম্পানীও এদের এই কিউট লুকের জন্য এদের বিজ্ঞাপনে এই জাতকে ব্যাবহার করে কোটি কোটি ডলার লাভ করেছে। চেপ্টা মুখ আর ছোট নাক এদের এক ব্যাতিক্রমী পরিচয় দিয়েছে যা অনেকের কাছে আদরের। তবে আপনি কি জানেন এই ব্যাতিক্রমী মুখ একটি জেনেটিক ডিফেক্ট ছাড়া আর কিছুই না? এই জেনেটিক ডিফেক্টের কারণে এদের কি কষ্ট পেতে হয় জানেন? কিভাবে ?
আপনি যদি কখনও পাগদের আশেপাশে সময় কাটান তাহলে দেখবেন যে এরা খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। এতে এক ধরণের শব্দও হয়। এই ধরণের শ্বাস নেবার কারণ হচ্ছে এদের নাক চেপ্টা আর নাকের ছিদ্রে বাতাস প্রবাহেও ভাল বাঁধা সৃষ্টি হয়।
এই রোগের নাম মেডিক্যাল ডিকশনারিতে Brachycephalic Obstructive Airway Syndrome বলা হয়। অক্সিজেনের অভাবের কারণে এরা যখন জোরে শ্বাস নেয় তখন এদের এয়ার বেইজে সুয়েলিং হয়। যার কারণে শ্বাস নেয়া আরও সমস্যা হয়ে যায় এবং শরীর গরম হয় আর ফুস্ফুসে চাপ পড়ে। এই চাপের কারণে এদের প্রাণ পর্যন্ত সংকটে পড়ে।
৩. পমেরেনিয়ানঃ ছোট এই বাচ্চাগুলোকে আবার টয় ব্রীড নামেও ডাকা হয়। এদের ছোট কান, লম্বা পশম এবং নরম শরীরের কারণে মানুষ এই জাতকে খুব পছন্দ করেন। এই ব্রীড এতই জনপ্রিয় যে রানী ভিক্টোরিয়াও এই ব্রীডকে কোলে রাখতেন । কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই ব্রীড যা আগে ১৩ কেজির মতন হত এখন তা মাত্র ১ থেকে ৩ কেজির মতন ওজন হয়। সিলেক্টিভ ব্রীডিং এর মাধ্যমে এদের সাইজ বা ওজন তো কমিয়ে ফেলা হল কিন্তু এদের যে স্বাস্থ্যের সমস্যা তা বাড়তে লাগলো। যার একটি নাম হল Pattela Luxation. যা আবার Sliping kneecaps ও বলা যায়। এটা হাড়ের একটি রোগ যার ফলে পায়ের জোর কমে যায় বা অস্বাভাবিক হয়ে যায়। ফলে এদের চলাফেরায় প্রচন্ড কষ্ট ভোগ করতে হয়।  তাই সার্জারি একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। এই সার্জারির ফলে এদের ঠিক হতে কম করে হলেও ২ মাস লাগে।
৪. ল্যাব্রাডরঃ আমার খুব প্রিয় একটা ব্রীড। মিডিয়াম বা লার্জ সাইজের, সুন্দর আকর্ষনীয় চেহারা, মোটা লেজ, চকচকে শরীর আর রঙের জন্য এরা বিখ্যাত। এদেরকেও সিলেক্টিভ ব্রীডের মাধ্যমে আজকের ল্যব্রাডর বানানো হয়েছে।
বড় শরীর হবার কারণে এর চাপ এদের জয়েন্ট আর মাসলে প্রভাব বিস্তার করে। যার কারণে এদের Elbow Dysplasia নামক রোগ হতে পারে। যদি এই রোগের চিকিৎসা সময়ে না করা হয় তাহলে এই জাতের কুকুরদের আথরাইটিস রোগ হয়ে যায়। দীর্ঘমেয়াদি আথরাইটিসের কারণে এদের হেলদোল করা বা চলাফেরা করায় অনেক ঝামেলা তৈরি হয়। যেহেতু সাইজে বড় তাই চলাফেরা না করার ফলে এদের শরীর মুটিয়ে যায় আর সমস্যা আরও মারাত্মক লেভেলে চলে যায়। আর স্থুলতা শরীরে কিসব রোগ আর কষ্ট নিয়ে আসে তা আমি আপনি সবাই জানি।
 ব্রীডার টাকার জন্য এইসব কুকুরদের বিক্রি করছেন এদের প্রায় সকলের অবস্থা এরকম বা এর থেকেও বাজে অবস্থায় থাকে। মনে রাখতে হবে ব্রীড ডগ কোন স্ট্যাটাস সিম্বল বা টয় না বরং এরাও প্রাণী, এদেরও প্রাণ আছে, এদেরও কষ্ট লাগে। আর এদের কষ্টের শাস্তির কারণ হল আমাদের অজ্ঞতা আর কিছু শখ যা আমাদের কাছে শুধুই show off. এটা মাথায় রাখতে হবে যে এই ব্রীড ডগদের যে তৈরি করা হচ্ছে তা জোর করে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে তৈরি করা হচ্ছে যার পরিণাম এদের ভুগতে হয়। আমরা যত ব্রীড ডগ কিনবো এই ব্রীডাররা তত উৎসাহ পাবে। আর এর ফলে এরা আরও নতুন নতুন ব্রীড বানানোর জন্য কুকুরদের কষ্ট দিবে। এই নিষ্ঠুরতা বন্ধে আপনি কি করতে পারেন? আপনি ব্রীডারদের থেকে দামি ব্রীড না কিনে রাস্তার যেসব অভুক্ত কুকুর আছে আ আমাদের কাছে দেশী কুকুর নামে পরিচিত এদের ঘর, পরিবার আর খাবার দিতে পারেন। এরা রাস্তায় খাবার আর ছাদের অভাবে মারা যাচ্ছে।
এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি ব্রীডার ডগ কিনে এদের জীবন আরও নরক বানাবেন নাকি একটি মূক প্রানী যে রাস্তায় ধুকে ধুকে কষ্ট পেয়ে না খেয়ে মারা যাচ্ছে তাদের নতুন জীবন দান করবেন। মনে রাখবেন বন্ধু বানাতে হয়, কিনে বন্ধুত্ব হয় না। 
লেখক : শ্রী অভিজিৎ প্রতাপ রায়
গবেষক এবং বেসরকারী সংস্থায় চাকরিরত।
ইমেলঃ [email protected]

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

নিউইয়র্কে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন