আটলান্টিক সিটি, (নিউজার্সি) ০১ অক্টোবর : জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে আটলান্টা বেঙ্গলি ফোরামের উদ্যোগে আগামী ১৪ অক্টোবর (শনিবার) ও ১৫ অক্টোবর (রবিবার) বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
গ্লোবাল মল ইমপ্যাকট হল-৩ এ শারদীয় দুর্গোৎসব উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই দুইদিন ঢাকের বোল, কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে বেঙ্গলি ফোরামের পূজামন্ডপ। শাস্ত্র মতে, মহালয়া, বোধন ও সন্ধিপূজা- এই তিন পর্ব মিলেই দুর্গোৎসব। দুর্গোৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পূজা অর্চনা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও মহাপ্রসাদ বিতরণ।
১৪ অক্টোবর, শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ডঃ হরিভাও খানডারের শিষ্যা বিশিষ্ট সংগীত শিল্পী মাধুরী যাদব। আটলান্টা বেঙ্গলি ফোরামের কর্মকর্তারা শারদোৎসবে অংশগ্রহণের জন্য কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan