আমেরিকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনের সামনে এক শিক্ষার্থীসহ ২ জন গুলিবিদ্ধ ওক পার্কে স্কুলবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ডেট্রয়েটে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গুলিতে ১ কিশোর নিহত, আহত ১ ওয়াশটেনাও কাউন্টিতে ছোট বিমান বিধ্বস্ত ব্যারিস্টার সুমন গ্রেপ্তার প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি সাউথফিল্ড অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু চবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র হামলা, আহত ৩ ওয়ারেনে ছেলেকে খুন করে আত্মঘাতী হলেন মা ওয়াটারফোর্ড টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত, আহত শিশু হ্যামট্টাম্যাকে ট্রাম্পের পক্ষে বাংলাদেশি কমিউনিটির সভা ষোড়শ সংশোধনী অবৈধই থাকবে: আপিল বিভাগ ২০২৫ সালে প্রকাশিত হবে হুইটমারের বই তরুণ প্রাপ্তবয়স্ক অভিযোজন পুলিশের যেসব সদস্য এখনো যোগদান করেনি তারা সন্ত্রাসী নির্বাচনের ১৮ দিন আগে নিজেকে 'আন্ডারডগ' বললেন কমলা হ্যারিস অটোমোবাইল রাজধানী হিসাবে ডেট্রয়েটকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প ওয়ারেন কমিউনিটি লিডারশিপ সম্মাননা পেলেন সুমন কবির  ডেট্রয়েট ফেইথ নেতারা শহরের সমালোচনা করায় ট্রাম্পের নিন্দা করেছেন আগাম ভোট শনিবার ডেট্রয়েটে শুরু হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : আইনমন্ত্রী

  • আপলোড সময় : ০১-১০-২০২৩ ১২:২১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৩ ১২:২১:৩৭ অপরাহ্ন
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই : আইনমন্ত্রী
ঢাকা, ০১ অক্টোবর (ঢাকা পোস্ট) : চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে ৪০১ ধারার ক্ষমতাবলে যে আবেদন নিষ্পত্তি করা হয়েছে সেটা খোলার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রোববার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইনের ৪০১ ধারার কোনো দরখাস্ত যদি একবার নিষ্পত্তি করা হয়, সেই নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার কোনো অবকাশ আর আইনে থাকে না। ঠিক সেই ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার উপধারা ১, ২, ৩, ৪, ৫, ৬ ব্যাখ্যা করে আমরা আমাদের মতামত পাঠিয়ে দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে আমরা মতামত দিয়েছি, ৪০১ ধারার ক্ষমতাবলে যে দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে সেটা পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশন, এটা খোলার আর কোনো উপায় নেই।
খালেদা জিয়ার পরিবার তাকে বিদেশ পাঠাতে চায় তাহলে কী প্রক্রিয়ায় যেতে হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাকে এখন যে আদেশ বলে ৪০১ ধারায় দুটি শর্তে ছয় মাসের জন্য সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে, সেটা বাতিল করে পুনরায় বিবেচনা করার সুযোগ থাকলে সেটা করা হবে।
আনিসুল হক বলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদন পেয়েছি। আইন মন্ত্রণালয়ে এটি বিবেচনা করার সুযোগ নেই। এই মতামত দিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। কারণ কিছুদিন আগে ছয় মাসের সাজা স্থগিত করার জন্য তার পরিবারের আবেদন সরকার গ্রহণ করেছে। একই বিষয়ে দ্বিতীয় বারের মতো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আবেদন এসেছে তাতে স্থায়ী জামিন ও চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। এর আগে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দুটি শর্তে তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হয়। কাজেই আমরা নতুন করে আরেকটি আবেদন গ্রহণ করতে পারি না। আমাদের এ সুযোগ নেই।
আইনমন্ত্রী সাংবাদিকদের আরও জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের বিদ্যমান অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই। ফৌজদারি কার্যবিধির ৪০১ (১)-এর ধারার ক্ষমতাবলে শর্ত যুক্তভাবে তার সাজা স্থগিত রেখে শর্তযুক্ত মুক্তি দেওয়া হয়েছে। খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। প্রথমে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়। পরে তা আরও আট বার বাড়ানো হয়েছে।
তিনি বলেন, এখন আইনের যদি কোনও পরিবর্তন আনতে হয় তাহলে খালেদা জিয়াকে দেওয়া শর্তযুক্ত মুক্তি আগে বাতিল করতে হবে। বাতিল করে আগের অবস্থায় যাওয়ার পর আবার অন্য বিবেচনা করা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে ৪ শিক্ষককে সম্মাননা জানাল ইনার হুইল ক্লাব 

হবিগঞ্জে ৪ শিক্ষককে সম্মাননা জানাল ইনার হুইল ক্লাব