ওয়ারেন, ৫ অক্টোবর : আজ বৃহস্পতিবার ভোরে শহরের একটি বাড়িতে আগুন লেগে এক ব্যক্তি আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শহরের দমকল বিভাগের প্রধান অরিন ফার্গুসন জানান, রাত ৩টা ৪০ মিনিটের দিকে রুহেল অ্যাভিনিউয়ের ৩২ হাজার ব্লকের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে যান। অগ্নিনির্বাপক প্রধান আরও জানান, প্রায় ৭৮ বছর বয়সী ওই ব্যক্তিকে ধোঁয়া নিঃশ্বাসের জন্য ডিএমসি ডেট্রয়েট রিসিভিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাড়িটির বাকি দুই-তিনজন নিরাপদে বের হতে পেরেছেন বলে ফার্গুসন উল্লেখ করেন। আগুনে ওই এলাকার আর কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান তিনি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan