মাধবপুর, (হবিগঞ্জ) ৯ অক্টোবর : মাধবপুরে ট্রেনে কাটা পড়ে সুমন মিয়া নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় এঘটনা ঘটে।
নিহত মোঃ সুমন মিয়া (২৫) উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুল নুরের ছেলে। পুলিশ জানান, পার্শ্ববর্তী রঘুনন্দন বন থেকে জ্বালানী কাট সংগ্রহ করে সুমন রেল লাইনের উপর বসে বিশ্রাম নিচ্ছিলেন বাক প্রতিবন্ধি সুমন। এসময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan