হ্যামট্রাম্যাক, ৯ অক্টোবর : মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উদযাপন উপলক্ষে র্যালি ও মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় রোববার বাদ জোহর হ্যামট্রাম্যাক সিটির হলব্রুক স্টিটের মসজিদ আল ইহসান থেকে এক বিরাট র্যালি শুরু হয়। এতে বাংলাদেশি, অ্যামেরিকান,আফ্রিকানসহ মধ্যপ্রাচ্যের কয়েক শতাধিক মুসলিমরা অংশ নেন।
কলিমা খতিত সবুজ সাদা পতাকা শোভা পাচ্ছিল সবার হাতে। মুখে ধ্বনিত হয়েছে বুলন্দ কন্ঠে দুরুদ ওয়াছালাম। সিটির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে র্যালিটি। রাস্তার দুই পাশের বিভিন্ন ধর্মের হাজারো মানুষ উপভোগ করেছে এই বিশলা র্যালি। অমুসলিম অনেকে ইংরেজি অনুবাদ করা পবিত্র কোরআন শরীফ চেয়ে নিয়েছেন বলে জানালেন র্যালির আয়োজকরা। তারা জানালেন, নবীর মহব্বত প্রকাশের পাশাপাশি ইসলামের এক বিশাল দাওয়াত দেওয়া হল এই র্যালির মাধ্যমে।
মসজিদ আল ইহ্সান এর খাদিম মুহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, সুফিবাদের কয়েকটি মকবুল তরীকা একত্রিত হয়ে এই মাহফিলের আয়োজন করেছে। যেমন মুহাম্মদী তরীকা, বা’লায়ী তরীকা, শাজুলি, তিজ্যানিয়া, নক্বশাবন্দীয়া, ক্বাদিরীয়াহ, মুজাদ্দাদিয়া, বেলকাইদিয়া ও সাম্মানিয়াহ তরীকার অনুসারীরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন শেখ দাউদ অয়ালিদ, ইমাম এন্দাউ, হাফিজ ফরিদ উদ্দিন ও হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan