আমেরিকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যারিসের অনুষ্ঠান থেকে বের করে দেওয়ায় মুসলিম ডেমোক্র্যাটের মামলা নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন হবিগঞ্জে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার সেনাকুঞ্জে খালেদা জিয়া ৪ টি বাড়িতে হামলার পেছনে দক্ষিণ দক্ষিণ আমেরিকান গ্যাং প্রস্তাব পাস : ডেট্রয়েটে গাঁজা এবং ই-সিগারেটে বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে মিশিগান মুসলিম গ্রুপকে হুমকিতে দোষী সাব্যস্ত ফ্লোরিডার বাসিন্দা ডেট্রয়েটে শিশু ও গর্ভবর্তী মায়েদের জন্য বিনামূল্যে রাইডস টু কেয়ার প্রোগ্রাম একাত্তরের অপরাধ প্রমাণিত হলে ক্ষমা চাইব: জামায়াত আমির ওরিয়ন টাউনশিপে বিস্ফোরণে কন্ডো ভবন বিধ্বস্ত, নিখোঁজ ২ আজ রাতে মিশিগানে মৌসুমের প্রথম তুষারপাতের সম্ভাবনা প্রায় ২.৬ মিলিয়ন মিশিগানের বাসিন্দা থ্যাঙ্কসগিভিং ডেতে ভ্রমণ করবেন হাসিনা ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিলেন ড. ইউনূস সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, অধ্যাদেশ জারি মহাখালীতে তিতুমীরের শিক্ষার্থীদের রেল ও সড়ক অবরোধ ডেট্রয়েটের একটি পরিত্যক্ত স্কুলকে কমিউনিটি সেন্টারে রূপান্তরে পরিকল্পনা  শেখ হাসিনাকে ভারতেই মরতে হবে : পিনাকী ভট্টাচার্য মিশিগান হাউসে দ্বিতীয়বারের মতো বিদ্বেষমূলক অপরাধের কয়েকটি বিল অনুমোদন ধর্মীয় সহিংসতার ঘটনা অল্প, কিন্তু প্রচার সম্পূর্ণ অতিরঞ্জিত : ড:  মুহাম্মদ ইউনূস

বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত আর নেই

  • আপলোড সময় : ১০-১০-২০২৩ ০২:০৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৩ ০২:০৬:১৯ পূর্বাহ্ন
বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত আর নেই
ঢাকা, ১০ অক্টোবর : নোয়াখালী-১০ (চাটখিল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত আর নেই। সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীর নারী মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী, এক ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়–স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক শিষ্য রেখে গেছেন। 
নিহতের ছেলে নাফিজ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে ঢাকার বাসায় তাঁর বাবা বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অসংখ্য নেতা-কর্মী ও শ্রেণি-পেশার মানুষ তার ঢাকার বাসায় ভিড় জমান। এ সময় এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
মাহমুদুর রহমান বেলায়েত বৃহত্তর নোয়াখালী ছাত্রলীগের সভাপতি এবং নোয়াখালী জেলা আওয়ামীলীগের একাধিকবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ছিলেন মুজিব বাহিনীর প্রধান। তিনি ১ জুলাই ১৯৪৫ সালে নোয়াখালী সদরের গুপ্তাংক গ্রামে জন্মগ্রহণ করেন। চাটখিল থেকে তিনি ১৯৭৩ ও ১৯৮৬ সালে দুই বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে নোয়াখালী শহরে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে মাইজদীর উনার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
এদিকে মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান । 

প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে দল হারালো একজন নিবেদিতপ্রাণ ও একনিষ্ঠ কর্মীকে। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সুপ্রভাত মিশিগান সম্পাদকের শোক
মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনী (বিএলএফ) প্রধান, সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য গভীর শোক প্রকাশ করেছেন। 
এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে জাতি এক বীরকে হারিয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন