মাধবপুর, (হবিগঞ্জ) ১৬ অক্টোবর : মাধবপুর উপজেলার মনতলায় সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বার্ষিক মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (১৬ অক্টোবর) মনতলা অপরূপা বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্টানের আয়োজন করা হয়। অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বহরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবু্ুবুর রহমান সোহাগ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হরিশ্চন্দ্র দেব, আলী আমজাদ শাহীন, সৈয়দ শাহনেওয়াজ, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, আবুল হোসেন সবুজ, কাউছার আহম্মেদ প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্টানে বিগত এসএসসি পরীক্ষায় বহরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭ জন জিপিএ ফাইভ পাওয়া মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan