আমেরিকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনা : ওয়েইন কাউন্টির স্লেজিং হিল বন্ধ করে দেওয়া হয়েছে মিশিগানের সর্বকালের তুষারপাতের  রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছে ক্যান্টন এবং ওয়েইনে পুলিশের অভিযান : মেথসহ ১ জন গ্রেফতার  ডেট্রয়েট ২ ব্যক্তির বিরুদ্ধে ২৫টিরও বেশি গাড়ি চুরির অভিযোগ  ঝিনাইদহে শীর্ষ চরমপন্থি নেতা হানিফসহ ৩ জনকে গুলি করে হত্যা ক্লিনটনে ডোনাট স্টোরের কর্মীর গুলিতে এক সশস্ত্র ডাকাত নিহত ম্যাকম্ব টাউনশিপে গ্যাস স্টেশনে ডাকাতি, ৫ জন গ্রেফতার গৌরব-প্রেরণার একুশ আজ জেনেসি কাউন্টির ডেপুটি বরখাস্ত হ্যাজেল পার্কে ইন্টারস্টেট ৭৫-এ দুর্ঘটনায় টেক্সাসের এক নারী নিহত বিক্ষোভের মধ্যেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি নোয়াখালীতে মাজারে হামলা-ভাঙচুর  মধ্যরাতে ঢাকায় যৌথবাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২ সাউথফিল্ড হোটেলে কিশোর হত্যার তদন্ত থমকে গেল মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ড. শাহীন হাসান সাউথফিল্ড ফ্রিওয়েতে রোলওভার দুর্ঘটনায় চালকের মৃত্যু করের অর্থে ট্রাম্পের অভিষেকে যোগ দেন হ্যামট্রাম্যাকের মেয়র ও তিন কাউন্সিলম্যান টরেন্টো বিমানবন্দরে যাত্রীসহ উল্টে গেল ডেল্টা জেট, আহত ১৮ মিশিগানে কনজ্যুমারস এনার্জি প্ল্যান্টে আগুন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে স্টার্লিং হাইটস

আ.লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, গরীবের মুখে হাসি ফুটে : এমপি মিলাদ গাজী

  • আপলোড সময় : ১৬-১০-২০২৩ ০৩:৩৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৩ ০৩:৩৬:৫০ অপরাহ্ন
আ.লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, গরীবের মুখে হাসি ফুটে : এমপি মিলাদ গাজী
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১৬ অক্টোবর॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন হয়, গরীবের মুখে হাসি ফুটে। তিনি বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে রাস্তা, বিদ্যুৎ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষাবৃত্তি, ভিজিডি, ভিজিএফ সুবিধাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। দেবপাড়া ইউনিয়নসহ নবীগঞ্জ-বাহুবলে বিগত ৫ বছরে বিভিন্নখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক কাজ প্রক্রিয়াধীন আছে, টেন্ডার প্রক্রিয়া শেষে কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে। সোমবার বিকেলে দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
দেবপাড়া ইউনিয়নের উন্নয়নে কথা তোলে ধরে সংসদ সদস্য বলেন- দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের ২ তলা ও ৪ তলা ভবন, রুস্তমপুর মাদ্রাসা ভবন, বড়বাড়ি, ফরিদপুর, ঝিটকা, রুদ্রগ্রাম, ঝিটকা, ফরিদপুর, বৈঠাখাল, ভড়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বৈঠাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর, এলজিইডির মাধ্যমে রুস্তমপুর-গেরারাই বাজার সড়ক মেরামত, ভানুদেব-কালাভরপুর সড়ক মেরামত, আমকোনা-ফরিদপুর স্কুল সড়ক মেরামত, দেবপাড়া ইমামগঞ্জ বাজার ভায়া পুদিনাপুর সড়ক , নতুন বাজার-ভরারী সড়ক মেরামত, সদরঘাট নতুন বাজার ইটাখোলা সড়ক, দেবপাড়া বাজার থেকে বিজনা স্টীল ব্রিজ পর্যন্ত নতুন সড়ক, বালিদ্বারা বাজার হইতে কায়স্থগ্রাম পর্যন্ত রাস্তা সংস্কার, বালিদ্বারা বাজার হইতে ইমামগঞ্জ বাজার ব্রীজ পর্যন্ত সড়ক মেরামত, আমোকোনা হইতে ফরিদপুর সড়ক নির্মাণ, রুদ্রগ্রাম-মাঠবনগাও নতুন সড়ক, দেবপাড়া মসজিদ হতে ফাগুয়ার খাল পর্যন্ত রাস্তা আরসিসি সড়ক, দেবপাড়া বাজারে আরসিসি সড়ক, দেবপাড়া গাজীবাড়ী জামে মসজিদ সংস্কার, বালিদ্বারা বাজার জামে মসজিদ সংস্কার, বৈঠাখাল ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা মসজিদ সংস্কার, মাঠ বনগাঁও জামে মসজিদ সংস্কার, ডাঃ খালেদুজ্জামান চৌধুরী জামে মসজিদ সংস্কার বালিধারা কবরস্থান সংস্কার, বালিধারা ঈদগাহ সংস্কার, রুস্তমপুর আলমদিনা জামে মসজিদ সংস্কার, ধর্মনগর জামে মসজিদ সংস্কার, উত্তর কবুলেশ্বর জামে মসজিদ সংস্কার, গোপলারবাজার মন্দির সংস্কার করা হয়েছে। স্ট্রীট লাইট- ৪৯ টি, কাবিটা-কাবিখা বরাদ্দ- ৬৫ টি, টিআর বরাদ্দ ১৮০ টি, বিজনা নদীর ২২ কিলোমিটার খনন কাজ চলমান, ফাগুয়ার খাল খনন, গোপলার বাজার খাল খনন। এছাড়া বিজনা বাঁশ বাজার হতে কায়স্তগ্রাম বাজার পর্যন্ত রাস্তা, বশর মিয়ার বাড়ি হতে টনু মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তা, মোঃ জহুর উদ্দিনের বাড়ি হতে চৌকিদার বাড়ি পর্যন্ত রাস্তা, মোঃ একরাম উদ্দিন এর বাড়ি হতে ফাগুয়ার খাল পর্যন্ত রাস্তা নির্মাণ, রাসেল মিয়ার বাড়ি সামন থেকে সদরঘাট ভড়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। 
উন্নয়ন সভায় দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত ও মুহিবুর রহমান রুকুতের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রবিন্দ্র কুমার পাল, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ গোল আহমেদ কাজল, যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ মাক্কু, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শাহানুর আলম ছানু, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলী, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ রেজা প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওরসকে কেন্দ্র করে মাধবপুরে বিএনপির দুই গ্রুপের  সংঘর্ষে আহত ২০ 

ওরসকে কেন্দ্র করে মাধবপুরে বিএনপির দুই গ্রুপের  সংঘর্ষে আহত ২০