আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যাকম্ব কাউন্টিতে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রথম মশার নমুনা সনাক্ত ডেট্রয়েটে নির্মাণস্থলে কংক্রিট মিক্সিং ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত স্বাস্থ্যবিধি লঙ্ঘনের তালিকায় নোভির ‘দাওয়াথ’সহ একাধিক রেস্তোরাঁ সাউথফিল্ডে কুড়ালের আঘাতে ব্যাংক কর্মী আহত, ডাকাত গ্রেপ্তার ডেট্রয়েটে কিশোরকে গুলি, তদন্তে ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ওয়েইন কাউন্টিতে কিশোর নিপীড়নের দায়ে নারী কর্মীর দণ্ড ২৮ বছর পর ডিএনএ প্রযুক্তিতে শনাক্ত বেঞ্জামিন ফাউন্টেনের দেহাবশেষ লেক সুপিরিয়রে ক্যানো দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হবিগঞ্জের বধূ জাকিয়া জাহান এখন যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ লেনাউই কাউন্টিতে লনমাওয়ার দুর্ঘটনায় ১ বছরের শিশুর প্রাণ গেল লিভিংস্টনে নির্মাণস্থলে দুর্ঘটনায় নিহত ২৩ বছর বয়সী শ্রমিক সাগিনাউ ব্যাংকে জাল চেক ঘিরে জিম্মি পরিস্থিতি, পুলিশের গুলিতে মৃত্যু মিশিগানে ড্রাগের অন্ধকার জগতে কারফেন্টানিল নামক নীরব ঘাতক পশ্চিম মিশিগানে ছোট বিমান দুর্ঘটনায় ১ জন নিহত পূর্ব ডেট্রয়েটের শিল্প কারখানায় আগুন : নিয়ন্ত্রণে এনেছে দমকল বিভাগ ডেট্রয়েটে বন্দুক সহিংসতা অব্যাহত : কিশোর নিহত, বোন গুরুতর আহত মেট্রো ডেট্রয়েটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আজ পন্টিয়াকে শিশু নির্যাতনের ভয়াবহ ঘটনা : পিতা কারাগারে পন্টিয়াকে গাড়ি চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোর গ্রেপ্তার ডেট্রয়েটে ইন্টারস্টেট ৯৪-এ  দুটি গাড়ির  সংঘর্ষে যুবক নিহত

দেবী দুর্গাকে বরণের অপেক্ষায় মিশিগানের ভক্তরা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৩ ০৩:০১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৩ ০৩:০১:০৫ পূর্বাহ্ন
দেবী দুর্গাকে বরণের অপেক্ষায় মিশিগানের ভক্তরা
ওয়ারেন, ১৮ অক্টোবর : আর মাত্র একদিন, তারপরেই মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাকের বাদ্য। মণ্ডপে মণ্ডপে বর্ণিল আলোকসজ্জাই জানান দিচ্ছে সেই কথা। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় মিশিগানের সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গোৎসবের আনন্দে মেতে উঠবেন আপামর প্রবাসী বাঙালি। নাচ, গান, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান আর নাটক এখানকার দুর্গাপূজার মূল আকর্ষণ। দুর্গা-উৎসবকে ঘিরে সকলের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। 

শেষ মুহূর্তে নাটকের মহড়া'

আজ বুধবার শুভ চতুর্থী। আর মাত্র একদিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।  ২৪ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব। নিয়ম মেনে পাঁচ দিন ধরে মহাসমারোহে চলবে দুর্গাপুজো। পূজাকে ঘিরে সকলেই ব্যস্ত সময় পার করেছেন। বিভিন্ন মন্দিরে মাসাধিকাল ধরে চলা নৃত্য নাট্য, গীতি আলেখ্য, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া ইতিমধ্যে শেষ হয়েছে।

পূজাকে ঘিরে কেনাকাটাও চলছে সমানতালে। এখানকার শপিং মল এবং বাঙ্গালী ও ভারতীয় মালিকানাধীন দোকান গুলোতে ভিড় চোখে পড়ার মতো। কেউ কেউ কেনাকাটা করছেন অনলাইনে। এককথায় পুরোদমে চলছে কেনাকাটা।  আর পুজোর দিনগুলিতে নতুন জামা-কাপড় পরে সকলেই সমবেত হবেন পুজো মণ্ডপে। দেবেন অঞ্জলি। দুপুর থেকে রাত পর্যন্ত ঢাক-ঢোলের সঙ্গে আরতি আর নাচে-গানে প্রবাসীরা ফিরে পাবেন দেশের উৎসবের অনুভূতি। সেই সঙ্গে চলে আড্ডা যা বাঙালির একান্ত আপন। পুজো মণ্ডপের এই নির্ভেজাল আড্ডার জুড়ি মেলা ভার। মধ্যরাতে  ক্লান্ত পায়ে বাড়ি ফিরে খানিক বিশ্রামের পর আর এক প্রস্ত নতুন জামা কাপড় পরে আবারও ঘুরে বেড়াবেন এক মন্দির থেকে অন্য মন্দির।

এবারের শারদীয় দুর্গোৎসবেও মিশিগানে বেশ কজন ভারতীয় শিল্পীর আগমন ঘটছে। পূজা জুড়ে তারা মিশিগান মাতাবেন। ইতিমধ্যে স্থানীয় পূজা কমিটিগুলো আগত শিল্পীদের নাম ঘোষণা করেছে। সেই সাথে স্থানীয় শিল্পীদের পরিবেশনা তে থাকছেই।
এবার মিশিগানের উল্লেখযোগ্য সংখ্যক মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে শিব মন্দির টেম্পল অব জয়, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা মন্দির, বিচিত্রা, বিচিত্রা ইনক, স্বজন  উল্লেখযোগ্য। এবার অধিকাংশ মন্দির ও মন্ডপে তিথি অনুযায়ী (২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর) পূজা অনুষ্ঠিত হবে। তবে কয়েকটি মন্দিরে উইকএন্ড-এ অর্থাৎ শনি ও রোববার অনুষ্ঠিত হবে পূজা। ষষ্ঠী থেকে দশমী, পুজোয় বাদ যায় না কোনও আচার-অনুষ্ঠান। প্রবাসের পূজা হলেও রীতি মেনে নবপত্রিকা, সন্ধিপুজো, আরতি, দর্পণ বিসর্জন, সবই হয় নিয়ম নিষ্ঠা ভরে। 

হিন্দু শাস্ত্র মতে, দশভূজা দেবী দুর্গা অসুর বধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন। সন্তানদের নিয়ে পক্ষকাল পিতার গৃহে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। মানব জীবনে দুঃখের যেমন শেষ নেই, তেমনি শাশ্বত আনন্দের উপলক্ষেরও কমতি নেই। শারদ উৎসব বাঙালির ঐতিহ্য ও পরম্পরা বহন করে চলেছে। শারদ উৎসবের শুভলগ্নে আবেগ আর সম্প্রীতির গভীর মিলনমেলার প্রতীক্ষায় পুরো মিশিগান।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়ারেন পুলিশ ১৭৫ গ্যালন অ্যান্টিফ্রিজ রাস্তায় ফেলেছে এমন গাড়িকে খুঁজছে

ওয়ারেন পুলিশ ১৭৫ গ্যালন অ্যান্টিফ্রিজ রাস্তায় ফেলেছে এমন গাড়িকে খুঁজছে