আমেরিকা , শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ , ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের এসিএলইউ  ছাত্র ভিসা পুনর্বহালের জন্য মামলা করেছে বদলে গেলো ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম ফ্যাক্টরি জিরো ডেট্রয়েট-হ্যামট্রাম্যাক প্ল্যান্টে ২০০ কর্মী ছাঁটাই করবে জিএম বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ আমরা মিশিগানের জন্য বিজয় নিয়ে বাড়ি আসব : ট্রাম্প  হুইটমারের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, তবে গাড়ি শুল্ক থেকে পিছু হটেননি ইউনিভার্সিটি অব মিশিগানের ২২ শিক্ষার্থীর ভিসা, আইনি বসবাসের মর্যাদা বাতিল র‍্যাপ শিল্পী সাদা বেবি গ্রেপ্তার আজ ট্রাম্পের সাথে সাক্ষাত করবেন গভর্নর হুইটমার  মিশিগানের অন্তত ৫টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্র ভিসা বাতিলের সাথে লড়াই করছে বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে বান্ধবীর কিশোরী মেয়েকে ধর্ষণ, ফ্লিন্টের এক ব্যক্তি যাবজ্জীবন কারাদন্ডের মুখোমুখি সাউথফিল্ডের প্লাম হলো মার্কেটে অগ্নিকাণ্ড ঢাকায় যাচ্ছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাটের ঘটনায় সারাদেশে গ্রেপ্তার ৪৯ ইউএম আন্তর্জাতিক ছাত্রের ভিসা 'বিনা নোটিশে' বাতিল ডেট্রয়েটে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার ডেট্রয়েট বিমানবন্দরে ডিয়ারবর্নের আইনজীবীকে আটকে জিজ্ঞাসাবাদ বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

মিশিগানে দুর্গোৎসব শুরু আজ

  • আপলোড সময় : ২০-১০-২০২৩ ১১:৫৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৩ ১১:৫৯:২৭ পূর্বাহ্ন
মিশিগানে দুর্গোৎসব শুরু আজ
ওয়ারেন, ২০ অক্টোবর : আজ শুক্রবার (২০ অক্টোবর) ষষ্ঠী। দেবী দুর্গার বোধনের দিন। বোধন শব্দটির অর্থ জাগ্রত করা। মর্ত্যে দুর্গার আবাহনের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে। এর মধ্য দিয়েই শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এ উৎসবের। 
আজ শুক্রবার ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এরপর শনিবার মহাসপ্তমী পূজা, রোববার মহাষ্টমী পূজা, সোমবার মহানবমী পূজা এবং মঙ্গলবার দশমী পূজা সমাপন ও প্রতিমা বিসর্জন হবে। পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী মর্ত্যে আসছেন ঘোটকে বা ঘোড়ায় চড়ে, যা খুব একটা শুভ বার্তা দেয় না। 

ছবি : বর্ণিল সাজ ও দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায় সজ্জিত শিব মন্দির। নেপথ্যে ডেকোরেশন কর্মীরা হলেন অনয় চক্রবর্তী, সৌম্য চৌধুরী, সুমিত ধর, সুমিত দাশ. নন্দ পাল, অভি ধর, শাওন সূত্রধর ।

এদিকে পূজাকে আনন্দ মুখর করে তুলতে মিশিগান জুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। পূজকে ঘিরে মিশিগানের বাঙ্গালি সনাতন সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে তাই এখন আনন্দ উচ্ছ্বাস। দেবী দুর্গার আগমনে মাতোয়ারা ভক্তকূল। ঢাকঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠবে এখানকার বিভিন্ন পূজামন্ডপ। এবার মিশিগানের উল্লেখযোগ্য সংখ্যক মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মিশিগনি ধিব মন্দির টেম্পল অব জয়, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা মন্দির, বিচিত্রা, বিচিত্রা ইনক, স্বজন উল্লেখযোগ্য। এছাড়াও মিশিগানের ট্রয়, ক্যান্টন, পন্টিয়াক সিটিসহ অন্যান্য সিটিতে অবাঙ্গালি হিন্দুরা মেতে রয়েছে নবরাত্রিতে। মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে মা দুর্গার নয়টি যে পূজো হয় তাকেই নবরাত্রি বলে।


ছবি : সুন্দর এবং চমৎকার মঞ্চ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিব মন্দিরের চিত্র শিল্পী অলক চৌধুরী। তিনি মন্দিরের প্রবেশ পথে এঁকেছেন বাহারি রঙের  আল্পনা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মিশিগানের বিভিন্ন মন্দির ও মন্ডপে ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও  নাচ, গান, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটকের আয়োজন করা হয়েছে। মন্দিরে মন্দিরে  বানোনো হচ্ছে তোরণ। করা হয়েছে আলোকসজ্জ্বা । বাহারি সাজে সাজানো হয়েছে মন্দির গুলো। এবারের শারদীয় দুর্গোৎসবে মিশিগানে বেশ কজন ভারতীয় শিল্পীর আগমন ঘটছে। পূজা জুড়ে তারা মিশিগান  মাতাবেন গানে গানে। ইতিমধ্যে স্থানীয় পূজা কমিটিগুলো আগত শিল্পীদের নাম ঘোষণা করেছে। 

ছবি : ডেকোরেশন কর্মীদের সাথে শিব মন্দিরের চিপ কো অর্ডিনেটর রতন হাওলাদারসহ অন্যান্যরা।

আর এমন সাজ সাজ রবের মধ্য দিয়েই আজ সন্ধ্যায় হবে দেবীর বোধন। বোধন শেষে ষষ্ঠীপূজা। ষষ্ঠীতে কল্পারম্ভ এবং দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। এর মধ্য দিয়েই শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। সেই সঙ্গে মাতৃরূপে বিভিন্ন পূজা মণ্ডপে ঠাই করে নেবেন কৈলাশ ছেড়ে মর্ত্যে আসা মা দুর্গা। এ সময় ভক্তরা মেতে উঠবে আরাধনায়। ঢাকে পড়বে কাঠি। ধূপের ধোঁয়া ও ঢাক-ঢোলের সঙ্গে দেবী দুর্গার ভক্তিতে সরব হয়ে উঠবে পূজা মণ্ডপ। চলবে বিসর্জনের আগ পর্যন্ত। এদেশে মায়ের মূর্তি কখনোই বিসর্জন হয় না। মূর্তিগুলো  মন্দিরেই থাকে সারা বছর। প্রতি বছর মায়ের নতুন নতুন মুখ না দেখা হলেও এই প্রবাসে পুরোহিত মশাইয়ের সংস্কৃত মন্ত্রোচারণ, ঢাকের বাদ‍্যি শুরু হলেই যেন গোটা পরিবেশটাই আজন্ম উৎসবপ্রিয় বাঙালিরা আরো একাত্ম হয়ে ওঠে। ২৪ অক্টোবর মঙ্গলবার ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। এ দিন বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা।  
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের নগর-মালিকানাধীন বিমানবন্দরে নতুন বাণিজ্যিক উন্নয়নের কাজ শুরু

ডেট্রয়েটের নগর-মালিকানাধীন বিমানবন্দরে নতুন বাণিজ্যিক উন্নয়নের কাজ শুরু