ওয়ারেন, ২৩ অক্টোবর : দুর্গোৎসবের তৃতীয় দিন গতকাল রোববার (২২ অক্টোবর ) :মহাষ্টমীতে গানে গানে দর্শক মাতিয়েছেন ভারতের শ্রোতাপ্রিয় প্লেব্যাক গায়ক, ভারতীয় চলচ্চিত্র ও সংগীত শিল্পে লাইভ পারফর্মার ত্রিজয় দেব। দর্শকরা উপভোগ করেন তার পরিবেশিত গান। তিনি গেয়ে শোনান বেশ কিছু জনপ্রিয় হিন্দি ও বাংলা গান। সুরের তালে নেচে গেয়ে দর্শক শ্রোতাদের উন্মাতাল করে তোলেন তিনি। কারণ গান শুনে অনেকেই স্থির থাকতে পারেননি।
দর্শকদের উন্মাদনা বুঝিয়ে দিয়েছে, তাঁরা শিব মন্দিরের দুর্গোৎসবের যোগ দিয়ে কতটা আনন্দ করেছেন। শিল্পীকে যন্ত্রে সহযোগিতা করেছেন অভিষেক।
ত্রিজয় দেবের একক সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন মহাষ্টমীর সন্ধ্যায়। সব মিলিয়ে নাচে-গানে দুর্গোৎসবে অনাবিল আনন্দ উপভোগ করেন দর্শক শ্রোতারা।
অনুষ্ঠান শেষে শিল্পীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শিব মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা ও চিনু মৃধা। একই সময়ে তাঁরা পুজা উপলক্ষে সুন্দর ও আকর্ষনীয় ডেকোরেশনের জন্য মন্দিরের ইয়ং গ্রুপের ৮জন এবং আকর্ষনীয় মঞ্চ সজ্জার জন্য অলক চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
এদিকে মন্দিরের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দও সুন্দর একটি মন্দির প্রতিষ্ঠার জন্য ড. দেবাশীষ মৃধা ও তাঁর সহধর্মিনী চিনু মৃধাকে ফুলের তোড়া উপহার দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan