ওয়ারেন, ২৬ অক্টোবর : পূজা-অর্চনা, দর্পন বিসর্জন শেষে সিঁদুর খেলার মধ্য দিয়ে মিশিগান কালিবাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের ৫ দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নারীরা নতুন পোশাক পড়ে সুন্দর করে সেজে সিঁদুরের ডালি নিয়ে জড়ো হন মন্দিরে। বিকেল ৫টায় দশমী বিহিত পূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হয়। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন। সন্ধ্যায় শন্তির জল গ্রহণ প্রথা অনুযায়ী হাতে অপরাজিতা বাঁধা ও সিঁদুর খেলার মাধ্যমে বিসন্ন মনে ভক্তবৃন্দ দেবী মহামায়াকে বিদায় জানান তারা। এর মধ্যে দিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গোৎসব।
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে পাঁচ দিনের মর্ত্যভ্রমণ শেষে দেবী দুর্গা ফিরলেন শিবের ঘরে। এবার ঘটকে আসা দেবী ফিরেছেন ও একই বাহনে। বিজয়া দশমী উপলক্ষে সকলকে মিষ্টিমুখ করানো হয়।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিশিগান কালিবাড়িতে প্রতিদিনই ভক্তিমূলক গান ও আরতিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রচুর ভক্তের সমাগম ঘটে ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan