লন্ডন, ২৮ অক্টোবর : হবিগন্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তি উপলক্ষে ইউকে এন্ড ইউরোপ রিইউনিয়ন কমিটির উদ্যোগে আগামী ১৯শে নভেম্বর বার্মিংহামে রিইউনিয়ন অনুষ্ঠানকে সফল করার লক্ষে আহবায়ক কমিটির এক সভা বার্মিংহামের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। গত ২৩শে অক্টোবর রিইউনিয়ন কমিটির আহবায়ক তাছাদ্দুক হোসেন বাহার এর সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ মুনতাকিম এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, দেওয়ান মিছবা গাজী, রানা মিয়া চৌধুরী, শমশেদ বখত চৌধুরী, এবিএম আবুল হায়দার রাজু, যুগ্ম আহবায়ক নাজমুল আজিজ জুবায়ের, আজিজুর রহমান সেলিম, মহিবুর রহমান, আব্দুল মোক্তাদির আরমান, দেওয়ান সৈয়দ ওয়েছুর রেজা, মোর্শেদ আহমেদ, চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল, প্রেস সেক্রেটারী তৈয়বুর রহমান শ্যামল, ট্রেজারার অলিউর রহমান, আইয়ুব শেখ সোহেল, শাহ্ রাসেল প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অফ বাংলা এজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউএন এর সেক্রেটারী জেনারেল ও হবিগন্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, এডভোকেট মীর গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, জিয়া তালুকদার, সামসুদ্দিন চৌধুরী ফয়সল, আব্দুল বাছেত চৌধুরী অপু, প্রমুখ।
সভায় অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আগামী ৪ঠা নভেম্বর হবিগন্জের অনুষ্ঠানের সফলতা কামনা করা হয়। বার্মিংহামের অনুষ্ঠানটি যেন জাঁকজমকপূর্ণ ভাবে হয় এবং সকলে উপভোগযোগ্য হয় সেই দিকে সবাই একমত পোষন করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan