সিলেট, ২৮ অক্টোবর : শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেটে বিশ্বশান্তি কামনায় সম্প্রীতির ফানুস উত্তোলন, আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর কাজিরবাজার সেতুর উপর থেকে সম্প্রীতির ফানুস উত্তোলনের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল।
ফানুস উত্তোলনকালে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী, জালালাবাদ গ্যাস ট্রাসমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড সিলেটের ডিজিএম তৌফিকুল আহসান চৌধুরী। এসময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ১০টায় নগরীর দরগাগেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের হলরুমে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার সহ সংঘদান, ধর্মনেশনা বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা, প্রদ্বীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহামুণি পাহাড়তলী অরণ্য ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত জগতজ্যোতি থেরো।
রাঙ্গামাটি পার্বত্য জেলা বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স এর পরিচালক ভদন্ত সাধনানন্দ মহাথেরো সভাপতিত্বে ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলার বেতবুনিয়া শীলছড়ি অভয়ারণ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স এর অন্তেবাসী ভদন্ত শ্রদ্ধানন্দ থেরো, চট্টগ্রাম হাটহাজারী জোবরা ভাবনা কেন্দ্রের অন্তেবাসী ভদন্ত দীপবংশ থেরো।
ফানুস উত্তোলন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, অধ্যাপক বরন চৌধুরী, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অংশ মারমা, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেনেসা মুৎসুদ্দী, নিরাকার চাকমা। উদ্বোধনী সংগীত পরিবেশ করেন আপন বড়ুয়া প্রমুখ।