ওয়ারেন, ২৯ অক্টোবর : ফুল, জল, পুষ্প বিল্বপত্রসহ বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল রাতে মিশিগান কালিবাড়িতে উদযাপিত হয়েছে ঐশ্বর্য ও শষ্যের দেবী শ্রী শ্রী লক্ষ্মী পূজা। পূজার আনুষ্ঠানিকতা শেষে ছিল পুষ্পাঞ্জলি প্রদান ও আরতি। খ্যাতনামা কীর্তন শিল্পী অদিতি মুন্সি নিজে হাতে আরতি করেন। আরতি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে বিচিত্রা ও মিশিগান কালিবাড়ি আয়োজিত লক্ষ্মীপূজা ও বিজয়া সেলিব্রেশনে গানে গানে মঞ্চ মাতান কলকাতার প্রখ্যাত সংগীত শিল্পী অদিতি মুন্সি।
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব শেষে পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে এই পূজার আয়োজন করা হয়। মিশিগানে বসবাসরত প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে সাড়ম্বরে উদযাপিত হয়েছে লক্ষ্মীপূজা। লক্ষ্মী দেবীর পূজা উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন। পূজা অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় আঁকা হয় লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা। সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ প্রজ্জলন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan