আটলান্টিক সিটি, ৩১ অক্টোবর : গত ২৬ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের ফান্ড রাইজিং অনুষ্ঠান স্থানীয় ওশান ক্যাসিনো রিসোর্টের স্কাই ক্যাফেতে অনুষ্ঠিত হয়।
ফান্ড রাইজিং অনুষ্ঠানে নিউ জার্সি রাজ্যের জার্সি সিটির মেয়র স্টিভেন এম ফুলপ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইক সুলেমান, মেয়রের চীফ অব স্টাফ আরনেষ্ট করসি,আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল,ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলম্যান পদপ্রার্থী জেফ ডরসি সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিউ জার্সি রাজ্যের জার্সি সিটির মেয়র স্টিভেন ফুলপ সুধীজনদের উদ্দেশ্যে শুভেচছা বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তৃতায় মেয়র মার্টি স্মলের গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সঠিক নির্দেশনায় আটলান্টিক সিটি সঠিক পথে ধাবিত হচ্ছে বলে জানান।
মেয়র মারটি স্মল তাঁর বক্তৃতায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফান্ড রাইজিং অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান। নৈশভোজের মাধ্যমে ফান্ড রাইজিং অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan