ছবি : ঢাকা পোস্ট
ঢাকা, ৩১ অক্টোবর : বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে আজ মঙ্গলবা বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। সাড়ে ৮ বছর পর ডাকা নৌপথ, সড়কপথ ও রেলপথ অবরোধের এ কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, দলীয় নেতা-কর্মীদের উপর হামলা, সমাবেশে হামলা, নেতা-কর্মীদের গ্রেফতার, বাড়িতে ঢুকে হয়রানি-সহ শাসকদল, আওয়ামী লিগের বিরুদ্ধে একাধিক অভিযোগে দেশব্যাপী অবরোধ কর্মসূচি শুরু করেছে খালেদা জিয়ার দল। বিএনপি'র ডাকা লাগাতার অবরোধ কর্মসূচিতে দেশের বেশ কয়েকটি স্থানে সংঘর্ষ ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
রাজধানীতে অবরোধ কর্মসূচির প্রথমদিন সকাল পৌনে ৯টা পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল কম দেখা গেছে। সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম। রাজধানীর সায়দাবাদ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রভাব পড়েনি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। প্রতিদিনের মতো কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে অফিস করছেন।
এদিকে অবরোধকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan