মাধবপুর, (হবিগঞ্জ) ৬ নভেম্বর : উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বন্যা আক্তারের মৃত্যুর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৬ নভেম্বর) দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় শত শত শিক্ষার্থী প্লে কার্ড হাতে শ্লোগান দিতে দিতে তেলিয়াপাড়া বাজারে অবস্থিত শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হয়ে মানববন্ধন করে। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত বন্যার সহপাঠিরা বলেন, বন্যার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হতে পাড়ে না। তাকে হত্যা করা হয়েছে। বন্যার মৃত্যু ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি জানান তারা। গত ৪/৫ মাস আগে দক্ষিণ সুরমা গ্রামের মোঃ শানু মিয়ার মেয়ে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বন্যা আক্তারকে প্রেমের ফাঁদে পেলে বিয়ে করেন তেলিয়াপাড়া গ্রামের কামরুল ইসলাম শাহজাহানের ছেলে তানিম। বিয়ের পর থেকেই তানিমের পরিবারের লোকজন বন্যাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলে জানা যায়। গত ৩ নভেম্বর রাতে বন্যাকে ঘরে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় বন্যার বাবা শানু মিয়ার বাদি হয়ে তানিমকে প্রধান আসামী করে আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে মাধবপুর থানায় একটি মামলা করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan