আটলান্টিক সিটি, ১০ নভেম্বর : নিউ জারর্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগ ও আটলান্টিক কাউন্টির শেরিফ অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্হ্য ক্যাম্পের কার্যক্রম চলে। কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বিভিন্ন কমিউনিটির সাধারণ মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পায়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটির লোকজন সহ অন্যান্য কমিউনিটির লোকজন স্বাস্থ্য ক্যাম্প কার্যক্রম সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan