রিয়াদ, ১৪ নভেম্বর : সৌদি আরবের রিয়াদে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৬টায় রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্ট এ খবর দিয়েছে।
নিহতরা হলেন– টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. বাবুল খানের ছেলে মো. ফারদিন খান (২৩) ও মামুদনগর ইউনিয়নের মো. তারা মিয়ার ছেলে মো. রাশেদ (৩২)।
জানা যায়, কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে তারা নিহত হয়। বর্তমানে তাদের লাশ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লাশ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ দুর্ঘটনায় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan