আমেরিকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সনাতনীদের উৎখাতের চেষ্টা হলে বাংলাদেশ ইরাক-লিবিয়া-সিরিয়ার মতো হবে যুক্তরাষ্ট্রে ১৬০,০০০ পাউন্ডেরও বেশি গ্রাউন্ড গরুর মাংস প্রত্যাহার ডেট্রয়েটের পুলিশের ৩০ কর্মকর্তাকে  দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ফ্লিন্ট কিশোরকে গুলি করে হত্যার তদন্ত শেষ করেছে রাজ্য পুলিশ ইস্ট ল্যান্সিংয়ে জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু  হ্যারিসের অনুষ্ঠান থেকে বের করে দেওয়ায় মুসলিম ডেমোক্র্যাটের মামলা নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন হবিগঞ্জে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার সেনাকুঞ্জে খালেদা জিয়া ৪ টি বাড়িতে হামলার পেছনে দক্ষিণ দক্ষিণ আমেরিকান গ্যাং প্রস্তাব পাস : ডেট্রয়েটে গাঁজা এবং ই-সিগারেটে বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে মিশিগান মুসলিম গ্রুপকে হুমকিতে দোষী সাব্যস্ত ফ্লোরিডার বাসিন্দা ডেট্রয়েটে শিশু ও গর্ভবর্তী মায়েদের জন্য বিনামূল্যে রাইডস টু কেয়ার প্রোগ্রাম একাত্তরের অপরাধ প্রমাণিত হলে ক্ষমা চাইব: জামায়াত আমির ওরিয়ন টাউনশিপে বিস্ফোরণে কন্ডো ভবন বিধ্বস্ত, নিখোঁজ ২ আজ রাতে মিশিগানে মৌসুমের প্রথম তুষারপাতের সম্ভাবনা প্রায় ২.৬ মিলিয়ন মিশিগানের বাসিন্দা থ্যাঙ্কসগিভিং ডেতে ভ্রমণ করবেন হাসিনা ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিলেন ড. ইউনূস সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, অধ্যাদেশ জারি

মিশিগানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক 

  • আপলোড সময় : ২৭-১১-২০২৩ ০১:৫৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৩ ০৫:১৪:৩৬ অপরাহ্ন
মিশিগানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক 
হ্যামট্রাম্যাক, ২৭ নভেম্বর :  জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগান ইনকের নতুন কমিটির অভিষেক। শনিবার রাতে হ্যামট্রাম্যাক সিটির গেট অব কলাম্বাসে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিস্তারে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগান বিশেষ ভূমিকা রাখছে বলে জানান আয়োজকরা।

মিশিগানে বসবাসকারী বৃহত্তম চট্টগ্রামবাসী পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে মিলিত হন তারা। এছাড়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। সবাই মিলে আনন্দ উপভোগ করেন তারা। এছাড়া ইতিহাসের সাক্ষ্য বহন করে ঐতিহ্যবাহী পালকী, স্মৃতিসৌধ, চাকমা নৃত্য, ঝুলন্ত সেতু, রেলস্টেশন, চট্টগ্রামবাসীর প্রিয় খাবার মধুভাতসহ মনোরম স্থাপনাগুলো তুলে ধরা হয় অনুষ্ঠানে।   

বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। নুতন কমিটির সদস্যদের মঞ্চে তুলে ফুল দিয়ে বরণ করে নেওয়াসহ শপথ করানো হয়। কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা কাজী সিরাজুল ইসলাম।  অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরও ফুলেল অভ্যর্থনা জানানো হয়। 
তারুণ্য নির্ভর এই কমিটি বাংলার সংস্কৃতি-ঐতিহ্য বিস্তারের পাশাপাশি নতুন প্রজন্মকে শিক্ষা-দীক্ষায় এগিয়ে নেওয়াসহ অ্যামিরিকাতে আসা নতুন অভিবাসীদের সহযোগিতায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন অ্যাসোসিয়েশনের নেতারা। 

অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ ফিরোজ। আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন হ্যামট্রাম্যাক সিটির মেয়র ডা.আমীর গালিব, চট্টগ্রামের কৃতিসন্তান হ্যামট্রাম্যাক সিটির প্রেটেম মেয়র মোহাম্মদ হাসান, একই সিটির কাউন্সিল মেম্বার মুহিত মাহমুদ, আবু আহমেদ মুসা ও আল সুমারি। মেয়র গালিব তার বক্তব্যে বাঙালি সম্প্রদায়ের প্রশংসা করেন এবং চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান।     

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিল্টন  বড়ুয়া ও রুমানা চৌধুরী। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে-গানে দর্শক মাতিয়েছেন মিশিগানে বসবাসরত স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দিয়া, দিনা, সুদিপ্তা, নবনিতা, ইমা, নিবেদিতা, এঞ্জেলা, অনিন্দিতা, জয়ী, দীপান্বিতা এবং রুমা।
গান পরিবেশন করেন, শিউলি, সোমা, বৃষ্টি, সংগীতা, প্রমি, রিতা, সুমি, আমজাদ হোসেন, উত্তম, রঞ্জয়, বন্ধন, মানিক, সৌরভ, কানন, জিন্না খানসহ আরো অনেকেই। তবলায় ছিলেন উত্তম বড়ুয়া, গিটারে আকাশ, পার্কিয়েশনে নিখিল বড়ুয়া। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কানন বড়ুয়া। সবশেষে অতিথিদের সম্মানে ছিল নৈশভোজ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লাইভস্ট্রিমড শিশু পর্ণ দেখার জন্য অর্থ প্রদান : সাবেক রিয়েল এস্টেট এজেন্ট গ্রেফতার

লাইভস্ট্রিমড শিশু পর্ণ দেখার জন্য অর্থ প্রদান : সাবেক রিয়েল এস্টেট এজেন্ট গ্রেফতার