হ্যামট্রাম্যাক, ২৭ নভেম্বর : গত শনিবার গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগান ইনকের নতুন কমিটির অভিষেক হয়েছে। এর আগে অ্যাসোসিয়েশনের এক সভায় গিয়াস উদ্দিন তালুকদারকে সভাপতি এবং মোহাম্মদ ফিরোজকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি অপরেশ বড়ুয়া, উত্তম বড়ুয়া, মো: হাসান মুরাদ চৌধুরী, তাপস বড়ুয়া এবং মো: হোসাইন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক কপোতাক্ষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশিষ ধর, সহ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী সুমন, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক কানন বড়ুয়া, সহ সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক মোহাম্মদ আমজাদ, কোষাধ্যক্ষ অপু বড়ুয়া, দপ্তর সম্পাদক মো: খোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক আতিক রহমান, মহিলা সম্পাদিকা শিম্পু বড়ুয়া, কার্যকরী সদস্য শাওন বড়ুয়া।
এছাড়াও সভায় ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টাগণ হলেন- ধর্মানন্দ মহাপ্রভু মহাথেরো, ইউসুফ সালাউদ্দিন আহম্মেদ, মোহাম্মদ কামরুল হাসান, রতন বড়ুয়া, গাজী সিরাজুল ইসলাম, সুব্রত ধর, প্রণব কুমার দাশ, সাইফুদ্দিন কাতেবী, রনজয় বড়ুয়া এবং মৃদুল ঘোষ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan