Photo by Brian Chilson, Arkansas Times
ওয়াইনে, আরকানসাস ০১ এপ্রিল : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের ছোট ও বড় শহরগুলোতে গতকাল বিকেলে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে অর্ধশতাধিক লোক ভর্তি হয়েছেন। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
অন্তত সাতটি রাজ্যে বয়ে যাওয়া টর্নেডোতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, গাছ পালা ভেঙে গেছে এবং প্রায় সাড়ে আট কোটি মানুষের আবাসস্থলের আশেপাশে বর্জ্য ফেলা হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে টর্নেডো কবলিত অঞ্চলগুলো। নিহতদের মধ্যে টেনেসির ম্যাকনাইরি কাউন্টিতে সাতজন, আরকানসাসের ছোট শহর ওয়াইনে চারজন এবং ইন্ডিয়ানার সুলিভানে তিনজন রয়েছেন। এছাড়া আলাবামা, ইলিনয় এবং মিসিসিপিসহ লিটল রকের কাছে একটি করে মৃত্যুর খবর পাওয়া গেছে।
টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতি হয়েছে আরকানসাস অঙ্গরাজ্যে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় অঙ্গরাজ্যটি। ভেঙ্গে গেছে বহু ঘরবাড়ি। ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়কে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন সেখানকার বাসিন্দারা। ব্যাহত হচ্ছে যানচলাচল। চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা।
অঙ্গরাজ্যটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহত হয়েছে বহু মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে পুলিশ। খাবারসহ সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় জিনিস।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan